For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিলে তৃণমূল নেতা! ছবি ভাইরাল হতেই 'অন্য সুর'

প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিলে তৃণমূল নেতা! ছবি ভাইরাল হতেই 'অন্য সুর'

  • |
Google Oneindia Bengali News

প্রকাশ্যে অস্ত্র নিয়ে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বিতর্কে পূর্ব বর্ধমানের আউশগ্রাম-২-এর তৃণমূল নেতা আব্দুল লালন। কোমরে অস্ত্র গুঁজে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অবশ্য তার অন্য ব্যাখ্যা দিয়েছেন ওই নেতা। দাবি, ছবিটি অনেক আগেকার। বিষয়টি নিয়ে বিতর্কও শুরু হয়েছে।

কৃষি বিলের প্রতিবাদে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ

কৃষি বিলের প্রতিবাদে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ

কোমরে রিভলবার গুঁজে আউশগ্রাম-২-এর তৃণমূলের কার্যকরী সভাপতি আব্দুল লালনকে দেখা যাচ্ছে কোনও মিছিলে হাঁটছেন। পিছনে একটি গাড়িতে ব্যানারের কিছু অংশ দেখা যাচ্ছে। স্থানীয়দের দাবি কৃষি বিলের প্রতিবাদে অংশ নেওয়া দলীয় কর্মসূচি চলার সময়ের ছবি এটি। পরনে সাদা প্যান্ট, সাদা শার্ট, মাথায় সাদা ফেট্টি এবং কোমরে রিভলবার। ছবিটি কোন সময়কার তা পরীক্ষা করে দেখেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া।

 আব্দুল লালনের পরিচিতি

আব্দুল লালনের পরিচিতি

স্থানীয় পর্যায়ে তৃণমূলের প্রভাবশালী নেতা আব্দুল লালন। অন্যদিকে তিনি এলাকায় প্রতিষ্ঠিত ব্যবসায়ীও বটে।

অভিযুক্ত নেতার ব্যাখ্যা

অভিযুক্ত নেতার ব্যাখ্যা

অভিযুক্ত নেতা জানিয়েছেন, তাঁর লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র রয়েছে। তবে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার সময় তা কোমরে ছিল না। ছবিটি অন্য সময়ের। তাঁকে এবং দলকে বদনাম করার জন্য এই ছবি ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন ওই নেতা।

পাশে তৃণমূল

পাশে তৃণমূল

কৃষিবিলের প্রতিবাদ করে শুক্রবার আউশগ্রাম ২ ব্লকে মিছিল করেছিল তৃণমূল। সেই মিছিলে ছাকা তৃণমূলের আউশগ্রাম ২ ব্লক সভাপতি রামকৃষ্ণ ঘোষ বলেছেন, তিনিও ওই মিছিলে ছিলেন। সেই সময় আব্দুল লালনের কোমরে কোনও অস্ত্র ছিল না।

অনুব্রত মণ্ডলের গড়ে ফের উদ্ধার তৃণমূল নেতাদের নাম করা মাওবাদী পোস্টার! উদ্বেগ প্রশাসনেঅনুব্রত মণ্ডলের গড়ে ফের উদ্ধার তৃণমূল নেতাদের নাম করা মাওবাদী পোস্টার! উদ্বেগ প্রশাসনে

English summary
TMC leader from Bardhaman Abdul Lalan allegedly in a party programme with arms
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X