For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীজির ছক্কায় কুপোকাত! 'প্যাথোলজিক্যাল লায়ার' মমতাকে নিশানা শুভেন্দুর

শুধু গ্রাম সড়ক যোজনার নাম পরিবর্তনই নয়, পায়ঘানার ঘরের নামও পরিবর্তন করতে বাধ্য করবেন তিনি। এদিন পূর্ব বর্ধমানের সাতগাছিয়ায় এক সভায় এমনটাই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কটাক্

Google Oneindia Bengali News

শুধু গ্রাম সড়ক যোজনার নাম পরিবর্তনই নয়, পায়ঘানার ঘরের নামও পরিবর্তন করতে বাধ্য করবেন তিনি। এদিন পূর্ব বর্ধমানের সাতগাছিয়ায় এক সভায় এমনটাই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কটাক্ষ করে তিনি বলেন, মোদীজির (narendra modi) ছক্কায় কুপোকাত হয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)।

প্যাথোলজিক্যাল লায়ার

এদিন এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ অস্বীকার করেন। তারপরেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্য আর ভোট পরবর্তী হিংসার ঘটনা বলে দাবি করে ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেইতিনি বলেন, সবাই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্যাথোলজিক্যাল লায়ার। ভোট পরবর্তী হিংসার জন্য অনুতপ্ত কিংবা ক্ষমাপ্রার্থী না হলেও তিনি যে কতটা নিষ্ঠুর তা এদিন প্রমাণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলেছেন শুভেন্দু অধিকারী। ঘটনার কথা অস্বীকার করে তিনি ভুক্তভোহী এবং তাঁদের পরিবারের ক্ষতে লবণ মাখিয়েছেন বলেও মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী।

স্টিকার সরকার

পূর্ব বর্ধমানের সাতগাছিয়ায় এদিন সভা করেন বিরোধী দলনেতা। সেখানে তিনি বলেন, বাংলা আবাস যোজনা, সড়ক যোজনা, সব জায়গাতেই বাংলা লেখা হয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে সব মুথে গিচ্ছেন। এই অভিযোগ নিয়ে শুভেন্দু অধিকারী একটি ভিডিও টুইট করেছে। সেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা লেখা থাকলেও, সেই স্টিকার তুলতেই বাংলা গ্রাম সড়ক যোজনা নাম সামনে এসে পড়ছে। এব্যাপারে টুইটে শুভেন্দু অধিকারী বলেছেন তিনি আজ যেটা প্রমাণ করলেন, তা গত দেড় বছর ধরে অভিযোগ করে আসছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হল স্টিকার সরকার। তিনি (মমতা) অনৈতিক ও বেআইনিভাবে কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন করছেন। কেন্দ্রীয় পরিদর্শক দলের সামনে তা ধরা পড়েছে।

এরপর পায়খানার ঘরেরও নাম পরিবর্তন

এরপর পায়খানার ঘরেরও নাম পরিবর্তন

শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে ৭০ লক্ষ শৌচাগার তৈরি করে দিয়েছে মোদী সরকার। কিন্তু সেখানেও নাম পরিবর্তন করে বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তৃণমূলের চোরগুলোকে দিয়েই তিনি সেই নাম পরিবর্তন করাবেন বলে চ্যালেঞ্জ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সেখানে লেখা থাকবে স্বচ্ছ ভারত অভিযানের। তিনি বলেন, সংখ্যালঘুদের জন্য স্কলারশিপের ১০০ শতাংশ টাকা দেয় কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্য সরকার তার নাম পরিবর্তন করে উৎকর্য রেখেছ। তিনি আরও অভিযোগ করেন, রেশনে যে চাল-গম দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার, তাও নিজেদের নামে চালিয়ে দিচ্ছে এখানকার সরকার।

মোদীজির ছক্কায় কুপোকাত মমতা

মোদীজির ছক্কায় কুপোকাত মমতা

শুভেন্দু অধিকারী এদিন বলেন, প্রাইমারি-এসএসসির পরে এবার দমকলেও নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। টাকা নিয়ে চাকরি দিয়েছেন তৃণমূলের নেতারা। সাদা খাতা জমা দিয়েও চাকরি পেয়েছেন অনেকে। শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন রাষ্ট্রপতি ভোট নিয়ে ডিগবাজি খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইসকনের রথ টানতে গিয়ে বলেছেন আগে জানলে ভেবে দেখতেন। আসলে মোদীজির ছক্কায় কুপোকাত হয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নৌবাহিনীর অগ্নিপথ প্রকল্পে আগ্রহী মহিলারা! সাতদিনের মধ্যেই হাজার-হাজার নাম নথিভুক্তিনৌবাহিনীর অগ্নিপথ প্রকল্পে আগ্রহী মহিলারা! সাতদিনের মধ্যেই হাজার-হাজার নাম নথিভুক্তি

English summary
Suvendu Adhikari targets Mamata Banerjee as pathological liar in social media.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X