For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে করোনার টিকা নেওয়ার পর অসুস্থ আরও তিন স্বাস্থ্যকর্মী! ভর্তি করা হয়েছে হাসপাতালে

রাজ্যে করোনার টিকা নেওয়ার পর অসুস্থ আরও তিন স্বাস্থ্যকর্মী! ভর্তি করা হয়েছে হাসপাতালে

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের টিকাকরণ কেন্দ্রগুলিতে বৃহস্পতিবারও চলল করোনার টিকাকরণের (corona vaccine) কাজ। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো গেল না। এদিন আরও তিন স্বাস্থ্যকর্মীর অসুস্থ (fall ill) হওয়ার খবর পাওয়া গিয়েছে। এঁদের সবাই দুর্গাপুরের। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রাজ্যে টিকাকরণের কাজ শুরু হওয়ার পরে কলকাতার পাশাপাশি বাগনানেও স্বাস্থ্যকর্মীদের অসুস্থ হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

 বৃহস্পতিবার দুর্গাপুরে অসুস্থ তিন স্বাস্থ্যকর্মী

বৃহস্পতিবার দুর্গাপুরে অসুস্থ তিন স্বাস্থ্যকর্মী

অন্যদিনের মতো বৃহস্পতিবারও টিকাকরণের কাজ শুরু হয় সকালে। দুর্গাপুরের একাধিক কেন্দ্রে চলে টিকাকরণের কাজ। দুর্গাপুরের ১১ নম্বর ওয়ার্ডের পুরুরিয়াডাঙা উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী দীপা গড়াই দুর্গাপুর সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে টিকা নেওয়ার পরেই অসুস্থতা বোধ করতে থাকেন। তাঁর মাথা ঘুরতে শুরু করে। জানা গিয়েছে দীপা গড়াই হাইব্লাড সুগারের রোগী। তিনি ইনসুলিনও নিতেন।
দুর্গাপুরের তিননম্বর ওয়ার্ডের উইলিয়াম কেরি উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী পূর্ণিমা হাজরাও টিকা নেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন। তাঁরও দীপা গড়াইয়ের মতো উপসর্গ দেখা দেয়। জানা গিয়েছে পূর্ণিমা হাজরার উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। টিকা নেওয়ার পরে তাঁর রক্তচাপ আরও বেড়ে যায়।
দুর্গাপুরের ১৩ নম্বর ওয়ার্ডের বিধানপল্লী উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মী মল্লিকা দাসও টিকা নেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন। টিকা নেওয়ার পরে তাঁরও রক্তচাপ বেড়ে যায় বলে জানা গিয়েছে। তিনজনকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। পরবর্তী সময়ে তাঁদের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

১৬ জানুয়ারি থেকে রাজ্যে শুরু হয়েছে টিকাকরণের কাজ

১৬ জানুয়ারি থেকে রাজ্যে শুরু হয়েছে টিকাকরণের কাজ

প্রসঙ্গত উল্লেখ্য দেশের অন্য রাজ্যগুলির মতো পশ্চিমবঙ্গেও ১৬ জানুয়ারি থেকে টিকাকরণের কাজ শুরু হয়েছে। ২০৭ টি কেন্দ্রে প্রথম দিন অন্তত ১৪ হাজার ১১০ জনকে টিকা দেওয়া হয়।

প্রথম দিন অসুস্থ ১৪

প্রথম দিন অসুস্থ ১৪

প্রথম দিনেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনজন। এঁদের প্রথমজন ছিলেন বিসি রায় শিশু হাসপাতালের নার্স পিঙ্কি শূর। তাঁকে এনআরএস হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে পরে তিনি সুস্থ হয়ে যান বলে জানা গিয়েছে। বাগনানেন আশাকর্মী সাহানারা খাতুনও টিকা নেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন। ডায়মন্ড হারবার ও ফালাকাটার দুই মহিলাও টিকা নেওয়ার পরে অসুস্থ হয়ে হড়েছিলেন। তবে তাঁরা বর্তমানে সুস্থ আছেন। প্রথমদিন টিকা নেওয়ার পর থেকে অন্তত ১৪ জনের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। উপসর্গের মধ্যে ছিল জ্বর, মাথা ব্যথা, তন্দ্রাচ্ছন্ন ভাব। পরবর্তী সময়ে তাঁদের সেরকম কোনও অসুবিধা হয়নি বলেই জানা গিয়েছে।

ভ্যাকসিন নেওয়ার পরে মৃত্যুও হয়েছে

ভ্যাকসিন নেওয়ার পরে মৃত্যুও হয়েছে

করোনার ভ্যাকসিন নেওয়ার পরে হায়দরাবাদের স্বাস্থ্যকর্মীর মৃত্যু ঘটনাও ঘটেছে। এর আগে উত্তর প্রদেশের মোরাদাবাদে সরকারি হাসপাতালে টিকা নেওয়ার পরে ৪৬ বছরের ওয়ার্ড বয়ের মৃত্যু হয়। তবে টিকা নেওয়ার পরে অসুস্থ হয়ে মৃত্যু এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানানো হয়েছে সরকারি সূত্রে।

প্রতীকী ছবি

সোনার দাম লক্ষ্মীবারে কোনপথে! কলকাতায় আজকের দর একনজরে সোনার দাম লক্ষ্মীবারে কোনপথে! কলকাতায় আজকের দর একনজরে

English summary
Several health workers fall ill after taking corona vaccine covishield in Durgapur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X