For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিস্ফোরণে কেঁপে উঠল ভোটমুখি গ্রাম, গলসি থেকে গ্রেফতার এক

বিস্ফোরণে কেঁপে উঠল গ্রাম, গলসি থেকে গ্রেফতার এক

  • |
Google Oneindia Bengali News

রাতের অন্ধকারে প্রবল বিস্ফোরণ (blast)। এই বিস্ফোরণে গলসি (galsi) এক ব্লকের আটপাড়া গ্রাম যেন কেঁপে ওঠে। আতঙ্কিত হয়ে ওঠেন গ্রামবাসীরা। স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের পরে গ্রাম জুড়ে বারুদের গন্ধ ছড়িয়ে পড়ে। খবর পেয়েই সেখানে যায় পুলিশ (police)। বাড়ির মালিক ফটিক শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

গভীর রাতে বিস্ফোরণ

গভীর রাতে বিস্ফোরণ

গলসি এক ব্লকের আটপাড়া গ্রামে গভীর রাতে বিস্ফোরণ হয়। কারও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ভোটের মুখে হওয়া বিস্ফোরণে অন্য কারণও দেখছেন গ্রামবাসীরা।

 গ্রামবাসীদের দাবি

গ্রামবাসীদের দাবি

গ্রামবাসীরা জানিয়েছেন, আটপাড়া গ্রামের বাসিন্দা ফটিক শেখের বাড়িতে এই বিস্ফোরণ হয়েছে। স্থানীয়দের অনুমান, উনুনের পাশে পুরনো বোমা নিয়ে সেঁকতে গিয়েই বিস্ফোরণটি হয়। ফটিক শেখ বাড়িতে বোমা মজুত করেছিল বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আগেও গলসিতে বিস্ফোরণ

আগেও গলসিতে বিস্ফোরণ

তবে রবিবার গভীর রাতের বিস্ফোরণ নতুন কিছু নয় গলসিতে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে শিশু শিক্ষা কেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে, ওই শিশু শিক্ষা কেন্দ্রের শৌচাগারের দেওয়াল এবং টিনের চালা উড়ে গিয়েছিল। সেই বিস্ফোরণের ঘটনার তদন্ত করেছিল সিআইডি। সেই ঘটনায় এখনও গ্রেফতারের কোনও খবর পাওয়া যায়নি।

গলসিতে ভোট ২২ এপ্রিল

গলসিতে ভোট ২২ এপ্রিল

একটা সময়ে গলসি বামেদের দখলে থাকলেও গতবছরে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই গলসিতে এবার ভোট হবে ২২ এপ্রিল। যদিও ২০১৯-এর লোকসভা ভোটের নিরিখে এই কেন্দ্র থেকে অনেক ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল এবার এই কেন্দ্রে প্রার্থী করেছে রায়নার বিধায়ক নেপাল ঘড়ুইকে। আর গলসির বিধায়ককে পাঠিয়ে দিয়েছে জামালপুরে।

বিজেপি গলসি কেন্দ্রে প্রার্থী বদল করেছে

বিজেপি গলসি কেন্দ্রে প্রার্থী বদল করেছে

২০১৯-এর ভোটে এই কেন্দ্রে এগিয়ে থাকা বিজেপি প্রথমে তপন বাগদিকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। কিন্তু মনোনয়ন জমা দিতে গিয়ে ফিরে যেতে হয় তাঁকে। নতুন প্রার্থী বিকাশ বিশ্বাস এই কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেন। সেই পরিস্থিতিতে এই বিস্ফোরণ নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

ব্র্যান্ড মোদীর উপর ভর করেই কী দক্ষিণী রাজ্যে পদ্ম ফোটাতে সক্ষম হবে বিজেপি?ব্র্যান্ড মোদীর উপর ভর করেই কী দক্ষিণী রাজ্যে পদ্ম ফোটাতে সক্ষম হবে বিজেপি?

English summary
Police arrest one due to blast in atpara in Galsi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X