বর্ধমানে বনবিভাগের অভিযানে উদ্ধার ৭৫০টি টিয়া ও ১৬টি পাহাড়ি ময়না
পাচার হওয়ার সময় জাতীয় সড়কে পূর্ব বর্ধমানের গলসি থেকে ৭৫০টি টিয়া ও ১৬টি পাহাড়ি ময়না পাখি বোঝাই একটি ক্যান্টার উদ্ধার হল বনদফতরের বর্ধমান বনবিভাগ।

জানা গিয়েছে এদিন, গোপন সূত্রে খবর পেয়ে ২ নম্বর জাতীয় সড়কের পূর্ব বর্ধমানের গলসিতে ওতপেতে বসে ছিল বনদপ্তর এর আধিকারিক ও কর্মীরা। তখনই একটি ট্রাক শুদ্ধ এই পাখিগুলিকে উদ্ধার করা হয়।
ক্যান্টারে করে বর্ধমানের দিকে পাখিগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। জাতীয় সড়কে গলসিতে গাড়ি বদলের সময়ে বনবিভাগের কর্মীরা পাখি পাচারের ঘটনায় জড়িত মহম্মদ মেহেরা ও সেখ সাবেদ আলিকে হাতেনাতে ধরে ফেলে। উদ্ধার হয় ৭৫০ টি টিয়া ও ১৬টি পাহাড়ি ময়না পাখি। উদ্ধারের সময়ে কয়েকটি টিয়া ও ময়না মারা যায়।
ডিএফও দেবাশিস শর্মা জানিয়েছেন, আদালতের নির্দেশ পেলে পাখিগুলি বর্ধমানের রমনার বাগান অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে।
পাশাপাশি, পাখি পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মহম্মদ মেহেরা ও সেখ সাবেদ আলি নামে দুই অভিযুক্তকে। ধৃত দুজনেরই বাড়ি বর্ধমানের দুবরাজদিঘি এলাকায়। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বুধবার দুই ধৃতকেই পেশ করা হয় বর্ধমান আদালতে।