For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা, 'ফিটার মিস্ত্রি' যাতে প্রচারে না যায়, তোপ তথাগতর

আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা, 'ফিটার মিস্ত্রি' যাতে প্রচারে না যায়, তোপ তথাগতর

  • |
Google Oneindia Bengali News

আসানসোলের লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে শত্রুঘ্ন সিনহাকে৷ ঠিক এর পরপরই আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে শত্রুঘ্ন সিনহার সামনে প্রার্থী করেছে বিজেপি৷ অগ্নিমিত্রাকে শুভেচ্ছা জানালেও টুইটে 'ফিটার মিস্ত্রি' উল্লেখ করে আবারও বিতর্ক তৈরি করলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। ২০২১ এর ২রা মে রাজ্যে বিজেপির পরাজয়ের পর থেকেই নাম না করে দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীদের একহাত নিচ্ছেন তথাগত৷ এবারও তার অন্যথা হল না। অগ্নিমিত্রার জয় নিশ্চিত করতে 'ফিটার মিস্ত্রি'কে প্রচার না নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন তথাগত।

আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা, ফিটার মিস্ত্রি যাতে প্রচারে না যায়, তোপ তথাগতর

সম্প্রতি একটি টুইটে তথাগত লিখেছেন, 'আসানসোল ও বালিগঞ্জে বিজেপির প্রার্থী মনোনয়ন হয়ে গেছে। বেশ কথা। এবার মনে রাখবেন এই কেন্দ্রগুলো শিক্ষিত মানুষ অধ্যুষিত।এখানে বক্তৃতা করতে যেন ওই ফিটার মিস্ত্রীটিকে নামাবেন না যার বক্তব্য শুধু, "মেরে দেব", "পুঁতে দেব", "বিধবা করে দেব"। পশ্চিমবঙ্গে হিন্দুর বিপদ সম্বন্ধে কথা বলুন।'

'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে তৃণমূলকে পাল্টা দিলেন বিবেক অগ্নিহোত্রী 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে তৃণমূলকে পাল্টা দিলেন বিবেক অগ্নিহোত্রী

তবে এখানেই থামেননি তথাগত তিনি রবিবার আরও একটি টুইটে রাজ্যে তৃণমূলের জয় নিয়ে লিখেছেন, ' (তৃণমূলের জয়ে)জনগণের কৃতিত্ব আংশিক। এদের ক্ষমতায় এনেছে বিজেপির কেডিএসএ গ্যাঙ। কামিনীকাঞ্চনের বন্যায় ভেসে গিয়ে, নগরীর নটী-টাইপ-দের টিকিট দিয়ে, "মেরে দেব-পুঁতে দেব" টাইপের বক্তৃতা করে। এর ফল শুধু ভোটে হারা নয়। সাধারণ কর্মীরা বেধড়ক মার খেয়েছে, নেতারা সিকিউরিটি-পরিবৃত হয়ে প্রমোদভ্রমণ করেছেন।'

তবে এই প্রথম নয় এর আগেও জয়প্রকাশ মজুমদারের দল বদল করে বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার সময় তথাগত টুইট করেছিলেন, 'জয়প্রকাশ মজুমদার তৃণমূলে যোগ দিয়েছে। পশ্চিমবঙ্গ বিজেপির এই দৈন্যদশার মধ্যেও একটা কীটাণু খসে যাওয়ায় একটু শক্তি বাড়ল।'

তারও আগে শ্রাবন্তী মুকুল রায় দের তোপ দেগে তথাগত লিখেছিলেন,,'শ্রাবন্তী, সব্যসাচী দত্ত, বাবুল সুপ্রিয়, রাজীব, মুকুল, জয়প্রকাশ। সকলেরই এক রুটিন। দিন তিনেক স্টেজে উঠে উচ্ছ্বাসে ভেসে যাওয়া, তারপর নিস্তরঙ্গ জীবন। এর মধ্যে শ্রাবন্তীই সবচেয়ে চালাক। যা দেবার অকাতরে দিয়েছে, যা পাবার পেয়েছে, তারপর পেশায় প্রত্যাবর্তন, বাই বাই রাজনীতি !

English summary
for Asansol BJP candidate is Agnimitra Paul, Tathagata Roy attack 'Fitter Mistry'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X