For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নজরে অবাঙালি ভোট, দুর্গাপুরে লিট্টি উৎসব বিজেপির, পাল্টা চিংড়ি-চচ্চড়ি খাওয়ানোর দাওয়াই তৃণমূলের

নজরে অবাঙালি ভোট, দুর্গাপুরে লিট্টি উৎসব বিজেপির, পাল্টা চিংড়ি-চচ্চড়ি খাওয়ানোর দাওয়াই তৃণমূলের

Google Oneindia Bengali News

হিন্দিভাষী ভোটারদের টার্গেট করে এবার দুর্গাপুরে লিট্টি উৎসবে মালত বিজেপি। দুর্গাপুর মেন গেট এলাকায় বিজেপির এই লিট্টি উৎসবে ছিলেন বিজেপি নেতা নরোত্তম মিশ্র। গতকাল থেকেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়েছেন নরোত্তম মিশ্র। তিনিই প্রথম রাজ্যে লাভ জিহাদ বিরোধী আইন আনার কথা বলেছিলেন। পাল্টা স্থানীয় তৃণমূল কংগ্রেস আক্রমণ করে বলেছে চিংড়ি চচ্চড়ি খাইয়ে বিজেপিকে তাড়াবেন তাঁরা।

দুর্গাপুরে লিট্টি উৎসব

দুর্গাপুরে লিট্টি উৎসব

দুর্গাপুরে লিট্টি উৎসব শুরু করেছে বিজেপি। দুর্গাপুর মেন গেটের কাছে এই লিট্টি উৎসবে যোগ দেন বিজেপি নেতা নরোত্তম মিশ্র। মূলত হিন্দিভাষীদের টার্গেট করেই বিজেপির এই লিট্টি উৎসব বলে মনে করা হচ্ছে। যদিও বিজেপি সেই দাবি মানতে নারাজ। উল্টে তাঁরা দাবি করেছেন এখানে বাঙালি-অবাঙালি বলে কেউ নেই বিজেপি জাতীয়তাবাদী দল। সবাইকে নিয়ে চলতে চায় বিজেপি। সেকারণেই এই লিট্টি উৎসবের আয়োজন বলে দাবি করেছেন তাঁরা।

হিন্দিভাষী ভোটারদের টার্গেট মমতার

হিন্দিভাষী ভোটারদের টার্গেট মমতার

হিন্দিভাষী সংগঠনগুলিকে নিয়ে বৃহস্পতিবার সভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রকাশ্যে অভিযোগ করেছিলেন বিজেপি বাঙালি-অবাঙালি রাজনীতি শুরু করেছে। মোদী গুজরাতি তিনি টেলিপ্রম্পটার দেখে গুজরাতিতে ভাষণ েদন। বিজেিপকে হুঙ্কার দিয়ে মমতা বলেছিলেন তিনি কান ধরে বিজেপিকে হিন্দি শিখিেয় দিতে পারেন। তাই হিন্দিভাষী ভোটারদের একাকাট্টা হয়ে তৃণমূল কংগ্রেসকে দ্বিগুণ ভোট দেওয়াহ আহ্বান জানিয়েছিলেন মমতা।

 সমালোচনায় রাজ্যপাল

সমালোচনায় রাজ্যপাল

মমতার হিন্দিভাষী ভোটারদের বার্তা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি অভিযোগ করেছিলেন মমতা হিন্দিভাষী ভোট দখলে রাজ্যে প্রশাসনিক কর্তাদের নাম নিচ্ছেন। যা গণতন্ত্রের পক্ষে যথেষ্ট বিপজ্জনক। প্রশাসনের রাজনীতিকরণ করছেন মমতা। এতে অবাধ নির্বাচন বিঘ্নিত হতে পারে বলে টুইটে আক্রমণ শানিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

বহিরাগত তরজা

বহিরাগত তরজা

রাজ্যে দিল্লি থেকে আসা বিজেপি নেতাদের বহিরাগত তকমা দিয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলায় ভোট পর্যটকরা আসছে বলে একাধিকবার কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। বাংলার সংস্কৃতি তাঁরা জানেন না। তাঁরা বাংলার ভোট করাতে আসছেন বলে আক্রমণ শানিয়েছেন মমতা।

English summary
BJP start Litti Utsav at Durgapur to provoke hindi voters
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X