For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের ‘বহিরাগত’ প্রার্থীর বিরুদ্ধে আসানসোলে বিজেপির প্রার্থী কে, ভূমিপুত্র না ভূমিকন্যা

আসানসোলে চমক দিয়ে তৃণমূল প্রার্থী করেছে ‘বিহারীবাবু’ শত্রুঘ্ন সিনহাকে। তারপরই তাঁকে বহিরাগত তকমায় বিদ্ধ করেছে বিজেপি। বিজেপির তরফে এমন অভিযোগও করা হয়েছে, তৃণমূল কোনও প্রার্থী খুঁজে পাচ্ছে না।

Google Oneindia Bengali News

আসানসোলে চমক দিয়ে তৃণমূল প্রার্থী করেছে 'বিহারীবাবু' শত্রুঘ্ন সিনহাকে। তারপরই তাঁকে বহিরাগত তকমায় বিদ্ধ করেছে বিজেপি। বিজেপির তরফে এমন অভিযোগও করা হয়েছে, তৃণমূল কোনও প্রার্থী খুঁজে পাচ্ছে না। তাই দুই বিজেপিত্যাগী নেতাকে প্রার্থী করেছে তৃণমূল। এখন প্রশ্ন, তাহলে 'বহিরাগত' শত্রুঘ্ন সিনহার মোকাবিলায় বিজেপি কি ভূমিপুত্রকে প্রার্থী করবে এবার?

তৃণমূলের ‘বহিরাগত’ প্রার্থীর বিরুদ্ধে আসানসোলে বিজেপির কে

রাজনৈতিক মহল মনে করছে আসানসোলের ভূমিপুত্র জিতেন তিওয়ারিকে প্রার্থী করতে পারে বিজেপি। বিহারগতের বিরুদ্ধে ভূমিপুত্রের লড়াই দেখতে পারে আসানসোল। কিন্তু সেক্ষেত্রে অবশ্য তৃণমূলও বলার সুযোগ পেয়ে যাবে, বিজেপি কোনও প্রার্থী খুঁজে পাচ্ছে না তৃণমূল-ত্যাগী নেতাকেই টিকিট দিতে বাধ্য হচ্ছে বিজেপি। যদিও তিনিই এগিয়ে রয়েছেন আসানসোলে বিজেপি প্রার্থী হিসেবে।

আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন তিওয়ারি। তিনি ২০২১ সালে বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর পাণ্ডবেশ্বরে তিনি বিজেপির টিকিটে প্রার্থীও হন। কিন্তু তৃণমূল-ঝড়ের সামনে কার্যত উড়ে যান জিতেন্দ্র তিওয়ারি। তারপর আসানসোল পুরসভা নির্বাচনেও বিজেপি পর্যুদস্ত হন। তবে জিতেন-জায়া চৈতালি তিওয়ারি জয়ী হন বিজেপির টিকিটে।

আর একটি বিষয় হল, জিতেন তিওয়ারি দায়িত্ব নিয়ে বেশ কয়েকটি ওয়ার্ডে বিজেপিকে জিতিয়েছেন। কিন্তু প্রাক্তন মেয়র হয়েও বিজেপিকে পুরসভা জেতাতে পারেনি। আর তাৎপর্যপূর্ণভাবে তাঁকে কোনও ওয়ার্ডে এবার প্রার্থী করেনি বিজেপি। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল জিতেন তিওয়ারিকে প্রার্থী করা হতে পারে আসানসোল লোকসভা কেন্দ্রে।

তৃণমূলের প্রার্থীকে যখন বহিরাগত তকমা দেওয়া হয়েছে, তখন বিজেপি কোনও ভূমিপুত্রকে এবার প্রার্থী করবে ধরে নেওয়াই যায়। আর সেই দৃষ্টিকোণ থেকে জিতেন তিওয়ারিই এগিয়ে রয়েছেন আসানসোলে। আবার আসানসোলের দক্ষিণের বিধায়ক ভূমিকন্যা অগ্নিমিত্রা পালের নামও উঠছে কোনও কোনও মহল থেকে। এখন দেখার কোন প্রার্থীকে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে দাঁড় করায় বিজেপি।

এবার আসানসোলে ভোটের দায়িত্ব দেওয়া হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাঁর সঙ্গেই একপ্রকার বিজেপিতে যোগ দিতে চলেছিলেন জিতেন তিওয়ারি। প্রথমে একবার থমকে গিয়ে কিছুদিন পর তিনি বিজেপিতে নাম লেখান। আর শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পর জিতেনের সঙ্গেও বৈঠক করেছিলেন। এখন বিজেপির প্রার্থী হিসেবে শুভেন্দুর পছন্দের নাম জিতেন তিওয়ারিই।

তৃণমূল শত্রুঘ্ন প্রার্থী করায় জিতেনের মতোই হেভিওয়েটকে দিয়ে তাঁর মোকাবিলা করতে চাইছে বিজেপি। প্রথম কথা জিতেন তিওয়ারি ভূমিপুত্র। দ্বিতীয়ত তিনি হি্ন্দিভাষীদের কাছে জনপ্রিয়। আসানসোলে প্রচুর হিন্দিভাষী ভোটার রয়েছেন। তাই তৃণমূল যেমন শত্রুঘ্ন সিনহাকে এনেছেন, তেমনই জিতেনকে দিয়েই তার মোকাবিলা করতে চাইছে বিজেপি।

উল্লেখ্য, আসানসোল আসনটি পরপর দুবার বিজেপির টিকিটে জিতেছিলেন বাবুল সুপ্রিয়। এবার তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে এই কেন্দ্রে ফের ভোট হতে চলেছে। সেখানে বাবুল সরাসরি না লড়লেও তিনি থাকবেন বিজেপির বিরুদ্ধে দলের প্রচারে। এখন দেখার এই লড়াই শেষপর্যন্ত কে জেতেন।

English summary
BJP may field Jitendra Tiwari as candidate in Asansol against TMC’s 'external' candidate.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X