For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Anubrata Mondal: ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেলেই কেষ্ট, একই ব্যক্তির সই দিয়ে ২০০টি অ্যাকাউন্ট আদালতে জানাল CBI

Anubrata Mondal: ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেলেই কেষ্ট, একই ব্যক্তির সই দিয়ে ২০০টি অ্যাকাউন্ট আদালতে জানাল CBI

Google Oneindia Bengali News

সরস্বতী পুজোতেও বাড়ি ফেরা হচ্ছে না। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়ল অনুব্রত মণ্ডলের। এদিকে কেষ্টর জালিয়াতির একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে সিবিআই। গরুপাচার মামলার তদন্তকারী অফিসার আদালতে জানিয়েছেন বীরভূমের সমবায় ব্যাঙ্কে একই ব্যক্তির সই দিয়ে ২০০টি অ্যাকাউন্ট খোলা হয়েছিল। ইতিমধ্যেই বেশ কয়েকজনের বয়ান রেকর্ড করেছে সিবিআই।

ফের জলে অনুব্রত

ফের জলে অনুব্রত

আজ ফের অনুব্রত মণ্ডলকে পেশ করা হয়েছিল আসানসোল আদালতে। আজ তাঁকে আদালতে হাজিরার আগে সিবিআই অফিসাররা গিয়েছিলেন আসানসোল সংশোধনাগারে জেরা করতে গিয়েছিেলন। কিন্তু সময় কম থাকায় ভাল করে জেরা করতে পারেননি তাঁরা। তারপরেই আদালতে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে। সেখানে তদন্তকারী অফিসারকেও ডাকা হয়েছিল আজ। যদিও জামিনের আর্জি জানাননি অনুব্রত মণ্ডল। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়াল আদালত। অর্থাৎ সরস্বতী পুজোতেই বাড়িতে থাকতে পারবেন না কেষ্ট।

অনুব্রতর চাল-মিলের সঙ্গে ১৭৭টি অ্যাকাউন্টের যোগ

অনুব্রতর চাল-মিলের সঙ্গে ১৭৭টি অ্যাকাউন্টের যোগ

আদালতে আজ তদন্তকারী অফিসারকে একাধিক প্রশ্ন করেন বিচারক। বীরভূম সমবায় ব্যাঙ্কে যে ১৭৭টি অ্যাকাউন্টের কথা সিবিআই বলছে তার সঙ্গে অনুব্রত মণ্ডলের যোগের কী তথ্য রয়েছে তা জানতে চান বিচারক। তার জবাবে সিবিআইয়ের তদন্তকারী অফিসার জানিয়েছেন বীরভূমের সমবায় ব্যাঙ্কে ১৭৭টি অ্যাকাউন্টের সঙ্গে যোগ রয়েছে অনুব্রত মণ্ডলের দুটি চালের-কলের সঙ্গে। এই ১৭৭টি অ্যাকাউন্টে থেকে টাকা গিয়েছে অনুব্রত মণ্ডলের চালের করে। আদালতে জানিয়েছে সিবিআই।

২০০টি অ্যাকাউন্ট একই ব্যক্তির নামে

২০০টি অ্যাকাউন্ট একই ব্যক্তির নামে

এদিন আদালতে আরও বিস্ফোরক তথ্য পেশ করেছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারীক। তিনি জানিয়েছেন, বীরভূমের সমবায় ব্যাঙ্কে ২০০টি অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে একই ব্যক্তির নামে। একই ব্যক্তি সই করেছেন তাঁতে। যাঁদের নামে এই অ্যাকাউন্ট রয়েছে তাঁদের কয়েকজনের বয়ান রেকর্ডও করা হয়েছে। তাঁরা জানিয়েছেন কোনও অ্যাকাউন্ট খোলা হয়েছে তাঁদের নামে সেটা তাঁরা জানতেনই না। আধার কার্ড পঞ্চায়েত অফিসে জমা দিয়েছিলেন তাঁরা। তারপরেই তাঁরা জানতে পারেন তাঁদের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে।

কোটি টাকার লেনদেন

কোটি টাকার লেনদেন

বীরভূমের সমবায় ব্যাঙ্কের ১৭৭টি অ্যাকাউন্ট থেকে একাধিক সময়ে কয়েক কোটি টাকার লেনদেন হয়েচে। অনুব্রত মণ্ডলের দুটি চালকলে সেখান থেকে টাকা গিয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। গরু পাচারের টাকাই মূলত এই ১৭৭টি অ্যাকাউন্টে লেনদেন করা হত বলে দাবি করেছে সিবিআই। ইতি মধ্যেই ১৭৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের একাধিক ব্যক্তির বয়ান নিয়েছে তারা। বাকিদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। আদালতে জানিয়েছেন সিবিআইয়ের আধিকারীক।

Republic Day Celebration 2023: মোদীর দৃষ্টিভঙ্গিকেই প্রাধান্য! এবছরের প্রজাতন্ত্র দিবস উদযাপন হবে আরও বড় করেRepublic Day Celebration 2023: মোদীর দৃষ্টিভঙ্গিকেই প্রাধান্য! এবছরের প্রজাতন্ত্র দিবস উদযাপন হবে আরও বড় করে

English summary
Anubrata Mondal at jail till 3 February
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X