For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্ধ স্টেশন, বৃহস্পতিবার পর্যন্ত চলবে না কোনও লোকাল ট্রেন, বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন কোন রুট

ব্রিজ মেরামতির জন্য বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে বর্ধমান স্টেশন

Google Oneindia Bengali News

চাঙড় খসে পড়ছে রেল ওভার ব্রিজের। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে বর্ধমান স্টেশনের ওভারব্রিজ সারাই। সেকরাণে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। বর্ধমান মেইন এবং কর্ড শাখার সব লোকাল ট্রেন বন্ধ থাকবে। শক্তিগড় পর্যন্ত চালানো হবে ট্রেন। ১১ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

বন্ধ স্টেশন, বৃহস্পতিবার পর্যন্ত চলবে না কোনও লোকাল ট্রেন, বাড়ি থেকে বেরোনোর আগে জেনেন নিন কোন রুট

সপ্তাহ শুরুর আগেই দুঃসংবাদ। রবিবার থেকেই বন্ধ হয়ে গিয়েছে স্টেশন। বর্ধমান স্টেশনের ওভারব্রিজ থেকে চাঙড় খসে পড়তে শুরু করেছিল। তাই জরুরি ভিত্তিতে মেরামতের জন্য প্রয়োজন ছিল রেল ওভারব্রিজের। সেই কাজ শুরু হয়ে গিয়েছে। তার জন্য আগামী বহস্পতিবার পর্যন্ত চরম দুর্ভোগে কাটাতে হবে যাত্রীদের। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে বর্ধমান স্টেশন। সেকারণে হাওড়া এবং শিয়ালদহ থেকে সব বর্ধমানগামী ট্রনে বন্ধ থাকবে। অর্থাৎ অধিকাংশ লোকাল ট্রেন বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেল দফতরের আধিকারীকরা।

যদিও আগে থেকে সকথা জানানো হয়েছিল রেলের তরফ থেকে। কিন্তু তার পরেও অনেকেই জানতেন না সেকথা। ছুটির দিন হলেও অনেকেই কাজে বেরিয়েছিলেন। ট্রেন বন্ধ দেখে চরম দুর্ভোগে পড়কতে হয়েছে তাঁদের।
রবিবার মেন লাইনে হাওড়া থেকে শক্তিগড় ১৩ জোড়া এবং কর্ড লাইনে হাওড়া থেকে মশাগ্রাম পর্যন্ত ১০ জোড়া স্পেশাল ট্রেন চলবে। বর্ধমান পর্যন্ত ট্রেন বাতিল থাকায় গন্তব্য পৌঁছানো এবং ফেরা নিয়ে অনিশ্চয়তায় যাত্রীরা। অনেকেই ট্রেন পরিষেবার বিকল্প হিসেবে বাস বা ট্রেকারে যাচ্ছেন গন্তব্য স্থলে।

English summary
All Local trains suspended towards Burdwan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X