For Quick Alerts
For Daily Alerts
মধ্যরাতে রোমহর্ষক কাণ্ড জামুড়িয়ায়, ঘুুমন্ত অবস্থায় ৪ জনকে পিটিয়ে খুন মত্ত যুবকের
মধ্যরাতে রোমহর্ষক কাণ্ড পশ্চিমবর্ধমানের জামুড়িয়ায়। চোলাইয়ের ঠেকে ঘুমন্ত অবস্থায় ৪ জনকে পিটিয়ে খুন করল মত্ত যুবক। পুলিসের সামনেই ঘটেছে এই ঘটনা। সূত্রের খবর রাত ১২টা নাগাদ চোলাইয়ের ঠেকে নেশা করে ঘুমিয়ে পড়েছিলেন বেশ কয়েকজন। তখনই এক মত্ত যুবক লাঠি নিয়ে চড়াও হয় তাদের উপর।

নেশাগ্রস্ত ঘুমন্ত ব্যক্তিদের লাঠি দিয়ে পেটাতে শুরু করে। নেশাগ্রস্ত এবং ঘুমন্ত অবস্থায় থাকায় তাঁরা পালাতে পারেননি। সেখানে সেখান দিয়ে যাওয়ার সময় দুই পুলিসকর্মী যুবকের কীর্তি দেখতে পান। ভয় পেয়ে পালিয়ে যান তাঁরা তারপরে থানা থেকে আরও পুলিস নিয়ে এসে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়।
পুলিসের অনুমান অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন। ঘটনার তদন্ত করে দেখছে পুলিস। এই ঘটনার পেছনে অন্যকোনও কারণ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।