For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে নিরাপদে উদ্ধার, ভারতীয় দূতাবাস ও নরেন্দ্র মোদীকে ধন্যবাদ পাক তরুণী

রাশি-ইউক্রেন যুদ্ধ সঙ্কটের সময় সেই নজির একাধিকবার দেখা গেল। কিয়েভের ভারতীয় দূতাবাসের সহায়তায় ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে আসমা শফিক নামে এক পাকিস্তানি তরুণীকে উদ্ধার করা হয়।

Google Oneindia Bengali News

বিপদের সময় শত্রুতা ভুলে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াকেই মানবিকতা বলা হয়। রাশি-ইউক্রেন যুদ্ধ সঙ্কটের সময় সেই নজির একাধিকবার দেখা গেল। কিয়েভের ভারতীয় দূতাবাসের সহায়তায় ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে আসমা শফিক নামে এক পাকিস্তানি তরুণীকে উদ্ধার করা হয়।

এরপর ওই পাক পড়ুয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতে ভোলেন না।

পাক তরুণীর ধন্যবাদ প্রধানমন্ত্রীকে

পাক তরুণীর ধন্যবাদ প্রধানমন্ত্রীকে

এক ভিডিওতে দেখা গিয়েছে পাক তরুণী ভারতীয় দূতাবাস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছেন। তিনি জানিয়েছেন যে তাঁকে '‌খুব কঠোর পরিস্থিতি'‌ থেকে পালাতে সহায়তা করেছে ভারত। ওই তরুণী বলেন, '‌কিয়েভের ভারতীয় দূতাবাসের কাছে আমি চির কৃতজ্ঞ, যে কঠিন পরিস্থিতিতে আমরা আটকে পড়েছিলাম সেখান থেকে আমাদের বের করে নিয়ে এসেছে দূতাবাস।'‌ আসমা নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানাতে ভোলেন না। তিনি বসলেন, '‌আমি ধন্যবাদ জানাতে চাই ভারতের প্রধানমন্ত্রীকেও। আআ করব আমরা নিরাপদে বাড়ি পৌঁছে যাব, ধন্যবাদ ভারতীয় দূতাবাসকে।' সংবাদসংস্থা এএনআই এই ভিডিও পোস্ট করেছে। ‌

শীঘ্রই দেশে ফিরবেন আসমা

শীঘ্রই দেশে ফিরবেন আসমা

আসমা শফিক এখন পশ্চিম ইউক্রেনের দিকে রওনা দিয়েছেন যেখান থেকে তাঁকে যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে উদ্ধার করে নিজের মাতৃভূমি পাকিস্তানে পৌঁছে দেওয়া হবে। আসমা খুব শীঘ্রই তাঁর পরিবারের সঙ্গে পুনরায় দেখা করতে পারবেন। প্রসঙ্গত, এর আগেও এক ভারতীয় পড়ুয়ার সহায়তায় এক পাক পড়ুয়া পাকিস্তান দূতাবাসে পৌঁছায় এবং সেখান থেকে ওই তরুণী নিরাপদে তাঁর বাড়ি পাকিস্তানে পৌঁছে যায়।

ইউক্রেন ছেড়ে পালিয়েছে ১৫ লক্ষের বেশি জন

ইউক্রেন ছেড়ে পালিয়েছে ১৫ লক্ষের বেশি জন

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান ঘোষণা করেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ ইতিমধ্যেই রুশ বাহিনীর দখলে, রাশিয়ার সামরিক বাহিনী সারা দেশে শহর এবং অন্যান্য এলাকাগুলিতে শত শত ক্ষেপণাস্ত্র এবং গোলাগুলির আক্রমণ শুরু করেছে। দুই দেশের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শত শত নাগরিকের মৃত্যু হয়েছে এবং ১৫ লক্ষের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়ে গিয়েছে।

১৬ হাজারের বেশি নাগরিক ফিরেছে ভারতে

১৬ হাজারের বেশি নাগরিক ফিরেছে ভারতে

এই হামলা শুরু হওয়ার পর থেকে ভারত সরকার ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলির মাধ্যমে ভারতীয় নাগরিকদের উদ্ধার করে চলেছেন। অপরেশন গঙ্গার আওতায় এখনও পর্যন্ত ১৬ হাজারের বেশি ভারতীয় নাগরিককে ইউক্রেন থেকে উদ্ধার করে ভারতে নিয়ে আসা হয়েছে।

English summary
pakistani-girl-thanks-indian-embassy-and-narendra-modi-for-her-safe-evacuating-from-war-torn-ukraine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X