For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুরুংয়ের শিবিরেই ভিড়বেন বিনয় তামাং! পাহাড় রাজনীতিতে কি জোড়া লাগবে মোর্চা

গুরুংয়ের শিবিরেই ভিড়বেন বিনয় তামাং! পাহাড় রাজনীতিতে কি জোড়া লাগবে মোর্চা

Google Oneindia Bengali News

বিনয় তামাংয় গোর্খা জনমুক্তি মোর্চা থেকে পদত্যাগ করছেন। তারপর দিনই আবার বিনয় তামাংয়ের অনুগামী বা সমর্থকরা গুরুংয়ের হাতে পতাকা তুলে দিয়ে এসেছেন। এবং ফলাও করে জানিয়ে দিয়েছেন, আমরা আমাদের আসল নেতাকে পেয়ে গিয়েছি। তারপর থেকেই জল্পনা চলছে তাহলে বিনয় তামাং কী করবেন?

পাহাড় রাজনীতিতে বিনয়কে নিয়েই উন্নয়ন করতে চান গুরুং

পাহাড় রাজনীতিতে বিনয়কে নিয়েই উন্নয়ন করতে চান গুরুং

বিনয় তামাং কি তবে তৃণমূল বা বিজেপিতে যোগ দেবেন, নাকি গোর্খা জনমুক্তি মোর্চাতেই বিমল গুরুংয়ের শিবিরে ফিরে যাবেন? সম্প্রতি বিমল গুরুংয়ের এক বার্তায় শেষোক্ত সম্ভাবনা নিয়েই বেশি চর্চা হচ্ছে। বিমল গুরুং বলেছেন, একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বিনয়, পাহাড় রাজনীতিতে বিনয়কে নিয়েই উন্নয়ন করতে চান তিনি।

বিমল গুরুংয়ের অন্তর্হিত হওয়ার পর বিনয় তামাংয়ের উত্থান

বিমল গুরুংয়ের অন্তর্হিত হওয়ার পর বিনয় তামাংয়ের উত্থান

সুবাস ঘিসিংয়ের হাত ধরে পাহাড় রাজনীতিতে হাতেখড়ি বিনয় তামাংয়ের। তারপর বিমল গুরুংয়ের সহকারী হিসেবে তিনি গোর্খা জনমুক্ত মোর্চায় যোগদান করেন। কিন্তু ২০১৭ সালে অশান্ত পাহাড় থেকে বিমল গুরুংয়ের অন্তর্হিত হওয়ার পর বিনয় তামাং গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান হয়ে ওঠেন। রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে তিনি পাহাড়ে শান্তি ফেরান।

বিমল আর বিনয় সমান্তরালভাবে পথ চলতে শুরু করেন

বিমল আর বিনয় সমান্তরালভাবে পথ চলতে শুরু করেন

এরপর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আগে বিমল গুরুং পাহাড়ে ফিরে আসার পর থেকে পের সমীকরণ বদলাতে শুরু করে। বিমল গুরুং বিজেপির সান্নিধ্য ছেড়ে তৃণমূলকে সমর্থনের বার্তা দেন। বিমল আর বিনয় সমান্তরালভাবে পথ চলতে শুরু করেন তৃণমূলের সঙ্গে সন্ধি করে। উভয়েই নির্বাচনে লড়াই করেন পৃথকভাবে। যথারীতি ফায়দা তোলে বিজেপি।

বিনয় তামাং গোর্খা জনমুক্ত মোর্চা থেকে পদত্যাগের পর

বিনয় তামাং গোর্খা জনমুক্ত মোর্চা থেকে পদত্যাগের পর

বিধানসভা নির্বাচনে দেখা যায় বিমল গুরুংয়ের থেকে বেশি মানুষের সমর্থন ছিল বিনয় তামাংয়ের দিকে। তারপরও ভোটের পর বিনয় তামাং গোর্খা জনমুক্ত মোর্চা থেকে পদত্যাগ করেন। তার অনুগামীরাও বিমল গুরুংয়ের শরণাপন্ন হন। অন্যদিকে অনীত থাপার হাতে বিনয়গোষ্ঠীর ভার। বিনয় তামাং নিজেকে ফ্রি করে দেন পদত্যাগ করে।

গোর্খা জনমুক্তি মোর্চা কি ফের জোড়া লাগবে বিনয়ের পদত্যাগে

গোর্খা জনমুক্তি মোর্চা কি ফের জোড়া লাগবে বিনয়ের পদত্যাগে

এই অবস্থায় তিনি তৃণমূল বা বিজেপিতে না গিয়ে গোর্খা জনমুক্তি মোর্চাতেই বিমসল গুরুংয়ের শিবিরে যোগ দিতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। গোর্খা জনমুক্তি মোর্চা ফের জোড়া লাগতেও পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিমল গুরুং ফের পাহাড় রাজনীতিতে বলিষ্ঠরূপে আবির্ভুত হতে পারেন, তাঁর নেতৃত্বগুণে বাঁধতে পারেন মোর্চাকে।

English summary
Will Binoy Tamang return in Gorkha Janmukti Morcha under Bimal Gurung in hill politics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X