For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আব্বাসদের সঙ্গে হাত মিলিয়ে ক্লাস পলিটিক্স, বিদ্রোহী বাম নেতা বিজেপিতে, চ্যাপ্টার ক্লোজ মন্তব্য অশোকের

আব্বাসদের সঙ্গে হাত মিলিয়ে ক্লাস পলিটিক্স, শিলিগুড়িতে বিদ্রোহী বাম নেতা বিজেপিতে, চ্যাপ্টার ক্লোজ মন্তব্য অশোকের

Google Oneindia Bengali News

আব্বাসদের সঙ্গে হাত মিলিয়ে ক্লাস পরিটিক্স করছে বামেরা। নীতির সঙ্গে কোনও আপোস নয়। শিলিগুড়ির বিদ্রোহী সিপিএম নেতা শঙ্কর ঘোষ অবশেষে বিজেপির হাত ধরলেন। কৈলাশ বিজয়বর্গীয় হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তিনি। যদিও বিদ্রোহী এই মনেতাকে আগেই পার্টি থেকে বহিষ্কার করেছিল সিপিএম। তাই তাঁর চলে যাওয়া চ্যাপ্টার ক্লোজ বলে মন্তব্য করেছেন অশোক ভট্টাচার্য।

বিজেপিতে সিপিএম নেতা

বিজেপিতে সিপিএম নেতা

অশোকের বাম দুর্গে ফাটল। পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণার পরেই ভোটের মুখে বিজেপিতে যোগ দিলেন শিলিগুড়ির প্রভাবশালী সিপিএম নেতা শঙ্কর ঘোষ। বামেদের ব্রিগেডের দিনও তাঁকে সক্রিয়ভাবে প্রচারে দেখা গিয়েছিল।শুক্রবার কৈলাশ বিজয়বর্গীয়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি। কংগ্রেস এবং আব্বাসদের সঙ্গে হাত মেলানো পছন্দ হয়নি বাম নেতার।তাই আদর্শের খাতিরেই বিজেপিতে যোগদান বলে জানিয়েছেন শঙ্কর ঘোষ।

কংগ্রেস-আব্বাসদের সঙ্গে আপোসে আপত্তি

কংগ্রেস-আব্বাসদের সঙ্গে আপোসে আপত্তি

একুশের ভোটে ফের বাম কংগ্রেস হাত মিলিয়ে লড়ছে। তাতে আবার সামিল হয়েছে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি ও তাঁর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তাতেই প্রবল আপত্তি শঙ্কর ঘোষের। তিনি অভিযোগ করেছেন ক্লাসপলটিক্স করছে বামেরা। ভোটের জন্য নীতিগত আপোস কোনও ভাবেই তিনি মেনে নিতে রাজি নন। গতকালই রাজু বিস্তের সঙ্গে বৈঠক করেছিলেন শঙ্কর।তারপরেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন শঙ্কর।

শঙ্করের অভিযোগ

শঙ্করের অভিযোগ

মাটিগাড়ায় গোপনে বিজেপি নেতা রাজু বিস্তের সঙ্গে বৈঠক করেন শঙ্কর তারপরেই দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক করতে শুরু করেন তিনি। অশোক ভট্টাচার্যের সঙ্গ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল শঙ্করের। তৃণমূল জমানায় একা হাতে শিলিগুড়ির গড় রক্ষা করেছেন অশোক। সেই লড়াইয়ে অন্যতম শরিক ছিলেন শঙ্কর। কিন্তু হঠাৎ করেই গতকাল থেকে বেসুরো হতে শুরু করেন তিনি। 'দলের মধ্যে দমবন্ধ বয়ে আসছে, সেখান থেকে মুক্তি চাই'। এরকম একাধিক কথা বলতে শুরু করেন তিনি। তারপরেই সিপিএম তাঁকে বহিষ্কার করে।

চ্যাপ্টার ক্লোজ

চ্যাপ্টার ক্লোজ

ভোটের মুখে শঙ্করের মতো দাপুটে নেতার বিজেপি শিবিরে যোগ দেওয়াকে আমল দিতে চাইছেন না অশোক ভট্টাচার্য। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দল তাঁকে বহিষ্কার করেছে। কাজেই চ্যাপ্টার ক্লোজ। তাঁকে নিয়ে বেশি কিছু কথা তিনি বলতে চান না। শঙ্করের চলে যাওয়া শিলিগুড়িতে বাম সমর্থনে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়ে দিয়েছেন অশোক ভট্টাচার্য।

সোনার দাম হু হু করে নামল আজও! ১২ মার্চ কলকাতা সহ নামী শহরে দর কোনদিকে সোনার দাম হু হু করে নামল আজও! ১২ মার্চ কলকাতা সহ নামী শহরে দর কোনদিকে

English summary
West Bengal Assembly Election 2021: Siliguri CPM leader join BJP after party expel him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X