For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি ক্ষমতায় এলে বাংলায় ১ দফায় ভোট হবে, বালুরঘাটের চা-চক্র থেকে বিতর্কিত মন্তব্য দিলীপের

বিজেপি ক্ষমতায় এলে বাংলায় ১ দফায় ভোট হবে, বালুরঘাটের চা-চক্র থেকে বিতর্কিত মন্তব্য দিলীপের

Google Oneindia Bengali News

বিেজপি ক্ষমতায় এলে বাংলায় ১ দফায় ভোট করাবে। বালুরঘাটের চা-চক্র থেকে বিতর্কিত মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। দিলীপকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষ করে বলেছেন ভোট তো কমিশনের সিদ্ধান্ত বিজেপি ঠিক করবে কী করে। রাজ্য সরকার ভোটের নির্ঘণ্ট
ঠিক করে না। ওরা স্বপ্ন দেখছে, স্বপ্নেই থাকুন।

দিলীপের বিতর্কিত মন্তব্য

দিলীপের বিতর্কিত মন্তব্য

বিজেপি ক্ষমতায় এলে বাংলায় ১ দফায় ভোট করাবে। বালুরঘাটে চা-চক্র থেকে এমনই বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতকাল থেকেই বঙ্গে কেন ৮ দফায় ভোট করানো হচ্ছে তাই নিয়ে প্রশ্ন তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপির কথা শুনেই নির্বাচন কমিশন ভোটের দিন এবং দফা ঘোষণা করেছে বলে অভিযোগ করেছে শাসক দল। তার প্রেিক্ষতেই দিলীপের এই মন্তব্য বলে মনে করছে রাজনৈতিক মহল।

 পাল্টা তোপ কল্যাণের

পাল্টা তোপ কল্যাণের

দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা তোপ দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষ করে বলেছেন রাজ্য সরকার নিশ্চয়ই ভোটের দিন ঘোষণা করে না। ওরা স্বপ্ন দেখছে, স্বপ্ন নিয়েই থাকুক। প্রসঙ্গত উল্লেখ্য ভোটের দিন ঘোষণার পর বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ জানিয়েই তৃণমূল কংগ্রেস নেত্রী বলেছেন এবার খেলা হবে। হেরে ভুত হবে বিজেপি। ওদের হারিয়ে ভুত করে ছাড়ব।

 ৮ দফায় ভোট

৮ দফায় ভোট

২৩৪ আসনের অসমে ৩ দফায় ভোট করানে হলেও ২৯৪ আসনের পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট ঘোষণা করা হয়েছে। ২৩ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বাংলায় চলবে ভোট গ্রহণ। এক একটা জেলায় একাধিক দফায় ভোট করা হবে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৩ দফায় ভোট করানো হবে। উত্তরবঙ্গের জেলা গুলি ছাড়া অধিকাংশ জেলাতেই ২ দফায় ভোট করার কথা ঘোষণা করা হয়েছে। বাংলার রাজনৈতিক হিংসার কথা মাথায় রেখেই েই সিদ্ধান্ত বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানান হয়েছে।

বিজেপির পরামর্শেই ভোটের দিন

বিজেপির পরামর্শেই ভোটের দিন

৮ দফায় ভোট করানোর সিদ্ধান্ত রুষ্টশাসক দল। তৃণমূল কংগ্রেস নেত্রী অভিযোগ করেছেন, বিজেপির পরামর্শ নিয়েই ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস শক্তিশালী সেখানে সেখানে বেশি দফায় ভোট করা হয়েছে। উদাহরণ হিসেবে দক্ষিণ ২৪ পরগনার কথা উল্লেখ করেছেন তিনি। তবে এতো দফায় ভোট ঘোষণা করেও তৃণমূল কংগ্রেসকে হারানো যাবে না বলে দাবি করেছেন তিনি।

English summary
West Bengal Assembly Election 2021:One phase election happen in Bengal if BJP in power claimed BJP leader Dilip Ghosh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X