For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রান্তিক জেলায় 'অনুপ্রবেশ' কার্ড, রাজীবের 'চলো পাল্টাই' স্লোগানে মমতাকে পরিবর্তন যাত্রার ব্যাখ্যা শাহের

প্রান্তিক জেলায় 'অনুপ্রবেশ' কার্ড, রাজীবের 'চলো পাল্টাই' স্লোগানে মমতাকে পরিবর্তন যাত্রার ব্যাখ্যা শাহের

Google Oneindia Bengali News

প্রান্তিক জেলা কোচবিহারে একেবারে বেছে বেছে কোপ ফেলেেছন বিজেপির সেনাপতি অমিত শাহ। পরিবর্তনের রথ আসলে বাংলায় অনুপ্রবেশ রোখার পথ বলে দাবি করেছেন অমিত শাহ। বিজেপির এই পরিবর্তনের রথ বাংলার অবস্থার পরিবর্তনের রথ। মুখ্যমন্ত্রীর পরিবর্তনের রথ নয় বিজেপির এই পরিবর্তন যাত্রা। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপির পরিবর্তনের রথযাত্রাকে ১০ তারা হোটেল বলে কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 অনুপ্রবেশ কার্ড অমিত শাহের

অনুপ্রবেশ কার্ড অমিত শাহের

প্রান্তিক জেলা কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচণা করে অনুপ্রবেশ ইস্যউ উস্কে দিলেন অমিত শাহ। বিজেপির পরিবর্তন যাত্রা বাংলার উন্নয়নের যাত্রা বলে দাবি করেছেন তিনি। এই রথ যাত্রার উদ্দেশ্য মমতা সরকারকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় আনা নয়। পরিবর্তন যাত্রার উদ্দেশ্য হল বাংলার অবস্থার উন্নয়ন ঘটানো। এদিন কোচবিহার থেকে অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়েছেন অমিত শাহ। অভিযোগ করেছেন রাজ্যে অনুপ্রবেশে মদত দিয়েছে মমতা সরকার। এর ফলে সমস্যায় পড়ছেন প্রান্তিক জেলার বাসিন্দারা।

 রথযাত্রা নিয়ে মমতাকে জবাব শাহের

রথযাত্রা নিয়ে মমতাকে জবাব শাহের

গতকাল রায়গঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বিজেপির রথ যাত্রা আসলে রাবণের রথ। বামেদের রথ যাত্রাকে ১০ তারা হোটেল বলে কটাক্ষ করেছিলেন তিনি। তৃণমূল কংগ্রেস দাবি পরিবর্তন যাত্রার নামে একটি গাড়িতে ১০ তারা হোটেলের সুবিধা নিয়ে আয়েশ করছেন বিজেপি নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অভিযোগকে আক্রমণ করে অমিত শাহ বলেছেন বিজেপির এই পরিবর্তন যাত্রা আসলে বাংলাকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার যাত্রা। এই পরিবর্তন যাত্রা কোনও ভাবে মমতা সরকারকে উৎখাত করার যাত্রা নয়। বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার যাত্রা।

 ২০০ বেশি আসনে জয়

২০০ বেশি আসনে জয়

রাজ্যে প্রথম পা রেখেই বঙ্গের বিজেপি নেতা কর্মীদের ২০০ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচণা করে সেই অঙ্ক আরও বাড়িয়ে দিলেন অমিত শাহ। তিনি দাবি করেছেন একুশের ভোটে এবার ২০০-র বেশি ভোটে বাংলায় জিতবে বিজেপি। বিজেপি সরকার ক্ষমতায় এলেই বাংলার উন্নয়ন হবে। বিজেপি সরকার ক্ষমতায়আসার একসপ্তাহের মধ্যে রাজ্যের সব গরিব মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ।

চলো পাল্টাই স্লোগান

চলো পাল্টাই স্লোগান

কোচবিহারের সভায় অমিত শাহের সভায় শোনা গেল চলো পাল্টাই স্লোগান। ডুমুর জলায় সভায় প্রথম রাজীব বন্দ্যোপাধ্যায় চলো পাল্টাই স্লোগান দিয়েছিলেন। সেই স্লোগান দিয়েই অমিত শাহ এদিক কোচবিহারের সভা থেকে বাংলায় বদল আনার দাবি জানিয়েছেন অমিত শাহ। রাজ্যের মানুষ এবার বিজেপিকেই সমর্থন করবেন বলে হুঙ্কার দিয়েছেন অমিত শাহ।

English summary
Amit Shah start BJP Parivartan Yatra from Coochbihar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X