For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ির চিলেকোঠাতেই আস্ত অস্ত্র কারখানার হদিশ! মালদায় চাঞ্চল্য

বাড়ির চিলেকোঠাতেই আস্ত অস্ত্র কারখানার হদিশ!মালদায় চাঞ্চল্য

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

বাড়ির চিলেকোঠাতেই আস্ত অস্ত্র কারখানার হদিশ মিলল মালদায়। বেআইনি অস্ত্র কারখানা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার কালিয়াচকে।

বাড়ির চিলেকোঠাতেই আস্ত অস্ত্র কারখানার হদিশ! মালদায় চাঞ্চল্য

ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত গ্রেফতার করা হয়েছে দু'জনকে।আটক করা হয়েছে বাড়ির মালিককেও। উদ্ধার হওয়া অস্ত্র নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তবে এই অস্ত্র কোথায় যেতো, এর সঙ্গে বহির্দেশীয় কোন চক্র জড়িত রয়েছে কিনা, বা এর সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে সেখানে হানা দেয় কালিয়াচক থানার পুলিস।

রাকিবুলকে আটক করে। একইসঙ্গে গ্রেফতার করা হয় মহম্মদ আজম ও মহম্মদ ফারুখ আলম নামে আরও দুই যুবককে।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত আজমই মূল অভিযুক্ত। তিনি বিহারের মুঙ্গেরের বাসিন্দা। এদিন ওই ছাদের ঘর থেকে অত্যাধুনিক ইম্প্রোভাইসড সাতটি পিস্তল উদ্ধার করে পুলিস। বেশ কিছু নির্মীয়মাণ পিস্তলও উদ্ধার হয়েছে। একইসঙ্গে অন্যান্য অস্ত্র-সহ অস্ত্র তৈরির সরঞ্জামও মিলেছে ঘটনাস্থল থেকে। এই কারখানা কতদিন ধরে চলছে, কারা কারা যুক্ত, এলাকাবাসী এ বিষয়ে আদৌ কোনও আঁচ পেয়েছিল কি না সবদিক খতিয়ে দেখছে পুলিস।

এলাকারই একটি বাড়িতে ছাদের গোপন ঘরে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র তৈরি করা হতো বলে অভিযোগ এসেছিল বলে জানিয়েছে পুলিশ। সেই সূত্র ধরেই মালদার কালিয়াচকের আলিপুর গ্রামপঞ্চায়েতের চণ্ডীপুর পটুয়াটুলিতে এই আস্ত অস্ত্র কারখানার হদিস মেলে সেখানকার বাসিন্দা রাকিবুল শেখ। অভিযোগ, তাঁরই বাড়ির একটি ঘরে তৈরি হতো আগ্নেয়াস্ত্র।

শুভেন্দুকেও 'দলে টানা'র আহ্বান! পরিবারতন্ত্রের খোঁচায় রাজনীতি ছাড়তে এক পা এগিয়ে অভিষেক শুভেন্দুকেও 'দলে টানা'র আহ্বান! পরিবারতন্ত্রের খোঁচায় রাজনীতি ছাড়তে এক পা এগিয়ে অভিষেক

English summary
Weapon factory recovered in Malda
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X