For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাল নদীতে হরপা বানে বাড়ছে মৃতের সংখ্যা! মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা উদয়নের

হঠাত করেই মালবাজারের মাল নদীতে হরপা বান। ভয়াবহ এই দুর্ঘটনাতে এখনও পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। এমনটাই জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফে। ঘটনায় অন্তত ৪০ থেকে ৫০ জন নিখোঁজ বলে জানা যাচ্ছে। যদিও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কা

  • |
Google Oneindia Bengali News

হঠাত করেই মালবাজারের মাল নদীতে হরপা বান। ভয়াবহ এই দুর্ঘটনাতে এখনও পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। এমনটাই জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফে। ঘটনায় অন্তত ৪০ থেকে ৫০ জন নিখোঁজ বলে জানা যাচ্ছে। যদিও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে।

মাল নদীতে হরপা বানে বাড়ছে মৃতের সংখ্যা! মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা উদয়নের

বেশ কয়েকজনকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রায় ১১ জনকে উদ্ধার করে অবশ্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে স্থানীয় এলাকায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে। অবিলম্বে সেনা নামানোর দাবি উঠছে।

অন্যদিকে ঘটনাস্থলে উত্তরবঙ্গের দুই মন্ত্রীকে পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানা যাচ্ছে। এমনকি ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলেও সূত্রের খবর। তবে ঘটনার পরেই স্থানীয় বিধায়ক এবং রাজ্যে মন্ত্রী বুলচিক বড়াই জানাচ্ছেন, ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছি। উদ্ধারকাজ চলছে।

তবে তাঁর কাছে ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর এবং রাজ্যে বাহিনী উদ্ধার কাজ শুরু করেছে বলে খবর। সারারাত আজ উদ্ধার কাজ চলবে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে।

পাশাপাশি রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, দুর্ঘটনা খুবই দুঃখজনক। উদ্ধার কাজ চললে আরও বোঝা যাবে। সকালেই ঘটনাস্থলে যাবেন বলে জানিয়েছেন উদয়ন গুহ। আর এরপরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী।

তবে এই ঘটনার পরেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। কেন সতর্কতা নেওয়া হল না তা নিয়ে প্রশ্ন বিরোধী রাজনৈতিক দলগুলির।

সেলিম জানিয়েছেন, এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এই মুহূর্তে উদ্ধারে সবরকম সহযোগিতা করার আবেদনও জানিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ঘটনাস্থলে সেই সময় কোনও জল ছিল না। ফলে বিসর্জনের গাড়িগুলি একেবারে মাঝ নদীতে নিয়ে গিয়ে নিরঞ্জন করা হচ্ছিল। আর সেই সময় হঠাত করেই জল বেড়ে যেতে শুরু করে। আর এরপরেই বহু মানুষ ভেসে যান বলে খবর। আর মুহূর্তে একাধিক মানুষকে ভাসিয়ে নিয়ে চলে যায়। সবাই সবাইকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় সবাই। একাধিক মহিলা এবং শিশুকেও ভাসিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

তবে ঘটনার পরেই সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে বিসর্জন। ঘটনাস্থলে রয়েছেন প্রশাসনের সমস্ত আধিকারিকরা। রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

English summary
Udayan Guha talked to Mamata Banerjee after death happened in flash flood at Jalpaiguri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X