For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গরুপাচারকারী বলে জেলে ঢুকিয়ে দিতে পারে', গ্রেফতারির আশঙ্কা করছেন উদয়ন গুহ

'গরুপাচারকারী বলে জেলে ঢুকিয়ে দিতে পারে', গ্রেফতারির আশঙ্কা করছেন উদয়ন গুহ

Google Oneindia Bengali News

বিতর্কিত মন্তব্য তাঁর জুড়ি মেলা ভার। এবার টিএমসির সেই বিধায়ক নিজের গ্রেফতারির আশঙ্কায় ভুগছেন। দিনহাটার টিএমসি বিধায়ক আশঙ্কা করছেন এবার হয়তো গরুপাচার কাণ্ডে তাঁকে গ্রেফতার করবে ইডি সিবিআই। বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

গ্রেফতারির আশঙ্কায় উদয়ন

গ্রেফতারির আশঙ্কায় উদয়ন

কেষ্টর পর সিবিআই-ইডির তালিকায় কে রয়েছেন, এই নিয়ে জল্পনার শেষ নেই। কেউ বলছেন ফিরহাদ, এদিকে আবার উদয়ন গুহকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। দিনহাটার টিএমসি বিধায়ক নিজে এবার গ্রেফতার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, 'যে কোনও সময় ED, CBI আমাকেই হয়ত গরু পাচারকারী বলে জেলে ঢুকিয়ে দিতে পারে'। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এই মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়ে গিয়েছে। টিএমসি বিধায়কের দাবি, আমার যেটা হয়েছে, একটা পা বাইরে, আরেকটা পা আমি জেলের ভিতরে ঢুকিয়ে দিয়ে আছি। যে কোনও সময় ED, CBI আমাকেই হয়ত গরুপাচারকারী বলে, এইখানে জেলে ঢুকিয়ে দিতে পারে।'

বিএসএফকে নিশানা

বিএসএফকে নিশানা

বিএসএফকে নিশানা করেছেন উদয়ন গুহ। তিনি অভিেযাগ করেছেন, গরুপাচারে বিএসএফের ভূমিকা রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য গরুপাচার কাণ্ডে বিএসএফ জড়িত আদালতে এমন দাবি করেছে সিবিআই। অনুব্রত মণ্ডলের জামিনের বিরোধিতা করতে গিয়ে সিবিআই আসনসোলের বিশেষ আদালতে জানিেয়ছিল েয গরুপাচার জাতীয় অপরাধ। তাতে বিএসএফ জড়িত রয়েছে। বিএসএফের বিরুদ্ধে কেন তদন্ত করা হচ্ছে না তার দাবিতে সরব হয়েছিল টিএমসি।

ফিরহাদকে নিয়ে জল্পনা

ফিরহাদকে নিয়ে জল্পনা

কয়েকদিন আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেছিলেন, এবার হাকিমকে জেলে নিেয় যেতে হবে। তার প্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেছিলেন, জেলে যেতে তিনি ভয় পান না, কিন্তু অসম্মানকে ভয় পান। কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ইডি-সিবিআই নাকি ফিরহাদ হাকিমের বাড়ি খুঁজছে। একুশের ভোটের পর গ্রেফতার করা হয়েছিল ফিরহাদ হাকিমকে। প্রায় দশদিন মত জেলে ছিলেন তিনি। তাই বারবার তিনি বলেছেন জেেল েযতে ভয় পান না অসম্মানকে ভয় পান।

গ্রেফতার অনুব্রত

গ্রেফতার অনুব্রত

গরুপাচার কাণ্ডে গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। সিবিআই হেফাজতে অনুব্রতর একাধিক সম্পত্তির হিসেব মিলেছে। আপাতত জেলে রয়েছেন তিিন। আসানসোলে জেলে রাখা হয়েছে অনুব্রত মণ্ডলকে।সেই একই জেলে রয়েছেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল। দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনায় রয়েছে সিবিআই। সেই সঙ্গে অনুব্রত মণ্ডলকে তিহার জেলে নিয়ে যেতে চাইছে সিবিআই এমনই পরিকল্পনা করছে তারা।

SSC দুর্নীতি কাণ্ডে আরও চাপে পার্থ, মিডল ম্যান প্রসন্নকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য ইডির SSC দুর্নীতি কাণ্ডে আরও চাপে পার্থ, মিডল ম্যান প্রসন্নকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য ইডির

English summary
Udayan Guha claimed CBI and ED may arrest him in Cow smugling case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X