For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'হাতে চুড়ি পরে বসে নেই', বিজেপিকে হুঁশিয়ারি উদয়ন গুহর

'হাতে চুড়ি পরে বসে নেই', বিজেপিকে হুঁশিয়ারি উদয়ন গুহর

Google Oneindia Bengali News

বিজেপির মিছিলে হামলার অভিযোগ টিএমসির বিরুদ্ধে। পাল্টা তোপ দাগলেন টিএমসি বিধায়ক উদয়ন গুহ। বিজেপিকে তীব্র নিশানা করে তিনি বলেছেন, আমাদের ছেলেদের মারলে আমি চুপ করে বসে থাকব না, হাতে চুড়ি পরে বসে নেই।' প্রসঙ্গত গতকাল কোচবিহারের শীতলকুচিতে বিজেপি নবান্ন অভিযােনর সমর্থনে 'চোর ধরো জেল ভরো' স্লোগান তুলে মিছিল করে।

বিজেপিকে হুঁশিয়ারি উদয়নের

বিজেপিকে হুঁশিয়ারি উদয়নের

গতকাল বিজেপির নবান্ন অভিযানের সমর্থনে জেলায় জেলায় মিছিল করেন বিজেপি কর্মী সমর্থকরা। 'চোর ধরো জেল ভরো' স্লোগান দিয়ে মিছিল করছিলেন তাঁরা। অভিযোগ তার পরেই বিজেপির মিছিলে হামলা করা হয়। আর তার নেপথ্যে রয়েছে শাসক দল টিএমসি। এমনকী মিছিেল বোমা মারার অভিযোগও করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তারপরেই রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন ' আমাদের ছেলেদের মারলে আমি চুপ করে বসে থাকব না, হাতে চুড়ি পরে বসে নেই। ওরা একটা মারলে, আমরা দুটো মারব, একথা যেন মনে রাখে।'

রবিবারের ঘটনার প্রতিবাদ

রবিবারের ঘটনার প্রতিবাদ

মঙ্গলবার শীতলকুচিতে তৃণমূলের সভা থেকে, বিজেপির উদ্দেশ্যে এমনই একের পর এক হুঁশিয়ারি দিতে থাকেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। গত রবিবার শীতলকুচিতে বিজেপির মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তোলে তৃণমূল। সেই ঘটনার প্রতিবাদে তৃণমূলের তরফে এদিন শীতলকুচিতে প্রতিবাদ মিছিল করা হয়। মিছিল শেষে সভায় বিজেপিকে আক্রমণ করেন উদয়ন গুহ।

গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ

গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ

বিজেপির মিছিলে যে হামলা চালানো হয়েছে সেটার সঙ্গে টিএমসির কোনও সম্পর্ক নেই বলে অভিযোগ। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই হামলা বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিজেপির মিছিলে একের পর এক হামলা এবং বোমাবাজির অভিযোগ ওঠে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ শাসক দলের নেতাদের। উদয়ন গুহর দাবি গতকাল সকলেই মালবাজারে অভিযেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কাজেই বিজেপির মিছিলে হামলা চালানোর কোনও প্রশ্নই ওঠে না।

জেলায় জেলায় প্রতিরোধ

জেলায় জেলায় প্রতিরোধ

গতকাল বিজেপিকর নবান্ন অভিযান রুখতে তৎপর ছিল শাসদ দল। এমনই অভিযোগ উঠেছে। একাধিক জেলা থেকে বিজেপি কর্মী সমর্থকদের শহরে আসতে বাধা দেওয়া হয়েছে। এমনকী বিজেপি কর্মীদের চিহ্নিত করে তাঁদের বাস, ট্রেন থেকে নামিয়ে দিয়েছে পুলিশ।এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি নেতারা। নন্দীগ্রাম, খেজুরি থেকে হুগলি-বীরভূম একাধিক জায়গায় একই ভাবে পুলিশ বিজেপি কর্মীদের পথ আটকেছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ,সুকান্ত মজুমদাররা।

Weather update: পুজো মেঘ মুক্ত হবে তো? বৃষ্টি থেকে মুক্তি কবে? কী পূর্বাভাস দিল হাওয়া অফিসWeather update: পুজো মেঘ মুক্ত হবে তো? বৃষ্টি থেকে মুক্তি কবে? কী পূর্বাভাস দিল হাওয়া অফিস

English summary
Udayan Guha attack BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X