For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারি প্যাডে দিলীপ ঘোষের ছেলের জন্য চাকরির সুপারিশ তৃণমূলের মন্ত্রীর! বদনামের চেষ্টা, দাবি সাবিনা ইয়াসমিনের

রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন (sabina yasmin) নিজের প্যাডে চাকরির সুপারিশ করেছেন। চাকরি দিতে বলেছেন জনৈক দিলীপ ঘোষের (dilip ghosh) ছেলেকে। এই সংক্রান্ত একটি চিঠিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। যদিও মন্ত্রী চিঠির সত্যতা

Google Oneindia Bengali News

রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন (sabina yasmin) নিজের প্যাডে চাকরির সুপারিশ করেছেন। চাকরি দিতে বলেছেন জনৈক দিলীপ ঘোষের (dilip ghosh) ছেলেকে। এই সংক্রান্ত একটি চিঠিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। যদিও মন্ত্রী চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেননা তাঁর দাবি দাবি তাঁর সই নকল করা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

চাকরির সুপারিশ করে মন্ত্রীর চিঠি

চাকরির সুপারিশ করে মন্ত্রীর চিঠি

যে চিঠিটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, সেই চিঠিটি তারিখ বিহীন। দাবি, তা লেখা হয়েছে সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের তরফে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের নির্বাহী বাস্তুকারকে। চিঠিতে মালদহের কালিয়াচকের জোতরকম চৌধুরী টোলার জনৈক দিলীপ ঘোষের ছেলে সুব্রত ঘোষকে চাকরি দিতে অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে ওই ব্যক্তি তাঁর পরিচিত এবং ঘনিষ্ঠ। ছেলেটি বেকার এবং দরিদ্র পরিবারের সন্তান। তাঁকে সিকিউরিটি গার্ড কিংবা অপারেটর কিংবা প্ল্যান্টের কোনও কাজে নিয়োগ করার অনুরোধ করা হয়েছে। চিঠির নিচে মন্ত্রী সাক্ষর এবং সিলও রয়েছে। তবে এই দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি নন।

চিঠিটি ভুয়ো, দাবি মন্ত্রীর

চিঠিটি ভুয়ো, দাবি মন্ত্রীর

বিতর্ক তৈরির পরে মন্ত্রী সাবিনা ইয়াসমিন দাবি করেছেন, চিটি ভুয়ো। তাঁর অফিস থেকে কেউ লেটার হেড চুরি করে সই জাল করে চিঠিটি তৈরি করেছে বলে অভিযোগ করেছেন তিনি। বিষয়টি নিয়ে তিনি পুলিশের কাছেও জানিয়েছেন, জেনারেল ডায়েরি করেছেন। তিনি আরও দাবি করেছেন চিঠিতে কোনও মেমো নম্বর নেই। তিনি দাবি করেছেন ১৩ বছরের রাজনীতিতে এই ধরনের কাজ তিনি করেননি।

সরকার ও তাঁকে বদনাম করার চেষ্টা

সরকার ও তাঁকে বদনাম করার চেষ্টা

সাবিনা ইয়াসমিন দাবি করেছেন, চিঠিটি ভাইরাল করে, তাঁকে ও তাঁদের সরকারকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন তিনি। এই চিঠির সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া।

প্রশ্ন তুলেছে বিজেপি

প্রশ্ন তুলেছে বিজেপি

বিজেপির তরফে প্রশ্ন তুলে বলা হয়েছে, মন্ত্রীর আচরণ পক্ষপাত দুষ্ট। তিনি প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করছেন। পাশাপাশি মন্ত্রীর সই জালের দাবি প্রসঙ্গে তাদের প্রশ্ন কীভাবে রাজ্যের মন্ত্রীর সই জাল করা হয়েছে, সেই অভিযোগ নিয়ে প্রশ্ন থেকেই যায়।

নিম্নচাপ নিয়ে লাল সতর্কতা! মঙ্গল থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের কোন জেলায় কত বৃষ্টি, পূর্বাভাস একনজরেনিম্নচাপ নিয়ে লাল সতর্কতা! মঙ্গল থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের কোন জেলায় কত বৃষ্টি, পূর্বাভাস একনজরে

English summary
TMC minister Sabina Yasmin recommends jobs through her Govt pad for job for Dilip Ghosh's son in Kaliachak in Malda
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X