For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাহাড়ের ভোটেও লড়বে তৃণমূল, মোর্চার জন্য আসন ফাঁকা রেখে দেওয়া হল জোট বার্তা

পাহাড়ের ভোটেও লড়বে তৃণমূল, মোর্চার জন্য আসন ফাঁকা রেখে দেওয়া হল জোট বার্তা

Google Oneindia Bengali News

পাহাড়ে কি গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে জোট করে লড়বে তৃণমূল? সেই বার্তা আগেই দিয়ে রেখেছিলেন তৃণমূলরে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন দফায় দফায় বৈঠকের পরও অবশ্য জোট-চিত্র স্পষ্ট নয়। তবে তৃণমূলের পক্ষে জোটের দরজা খোলা রেখেই প্রার্থী ঘোষণা করা হল। তার খানিকক্ষণ পরেই পৃথকভাবে প্রার্থী ঘোষণা করল গোর্খা জনমুক্তি মোর্চাও।

পাহাড়ের ভোটেও লড়বে তৃণমূল, মোর্চার জন্য আসন ফাঁকা রেখে দেওয়া হল জোট বার্তা

দিনে তিনেক আগে রাজ্যের ১০৭টি পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। সেদিনে শুধু দার্জিলিং পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে বৈঠক করেই তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে সময় নিয়েছিলেন প্রার্থী চট্টোপাধ্যায়। দার্জিলিংয়ের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস ও সদ্য মোর্চা ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিনয় তামাংয়ের উপর দায়িত্ব দেওয়া হয়।

সেইমতো পাহাড়ে ১০ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিল তৃণমূল। কিছুক্ষণের মধ্যেই ৯ আসনে প্রার্থী দিল মোর্চা। পাহাড় ও সমতলের তৃণমূল নেতাদের মধ্যে দফায় দফায় বৈঠেকর পর রাজ্যের মন্ত্রী অরূপ রায় প্রার্থী ঘোষণা করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিরাও।

তবে তৃণমূল ও মোর্চা একসঙ্গে বসে প্রার্থী ঘোষণা করবে বলে মনে করা হলেও, তা হয়নি। তারা পৃথক পৃথকভাবে প্রার্থী ঘোষণা করে। তৃণমূল ১০টি আসনে প্রার্থী ঘোষণা করে জানিয়ে দেয়, ২২টি আসন ফাঁকা রাখা হয়েছে মোর্চার জন্য। তৃণমূলের প্রার্থী ঘোষণার অদ্যাবধি পরেই গোর্খা জনমুক্তি মোর্চা জানিয়ে দেয় তাঁদের ৯ প্রার্থীর নাম।

এখন দেখার বাকি আসনে তারা কবে প্রার্থী ঘোষণা করে। এবং ২২ আসনে প্রার্থী ঘোষণা করেই মোর্চা ক্ষান্ত হয়, নাকি তৃণমূলের যে সব আলনে প্রার্থী দিয়েছে, সেইসব আসনেও তারা প্রার্থী ঘোষণা করে। কেননা মোর্চা বৈঠক উপস্থিত থাকলেও তৃণমূলের সঙ্গে তাদের জোট চূড়ান্ত হয়েছে কি না, তা স্পষ্ট হয়নি।

রবিবার রাত থেকেই তৃণমূল কংগ্রেস ও গোর্খা জনমুক্তি মোর্চা প্রতিনিধিদের মধ্যে দফায় দফায় বৈঠক চলছে। সোমবার পর্যন্ত বার কয়েক বৈঠকের পর সিদ্ধান্ত হয় ১০টি আসনে তৃণমূল প্রার্থী দেবে ২২টি আসন গোর্খা জনমুক্তি মোর্চার জন্য ছাড়বে। সেইমতো ১০টি আসনে প্রার্থী ঘোষণা করে তৃণমূল কংগ্রেস।

মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের পাহাড়ের প্রতিনিধি বিনয় তামাং ও সাংসদ শান্ত ছেত্রী। উপস্থিতি ছিলেন তৃণমূলের দার্জিলিং জেলার চেয়ারপার্সন অলোক চক্রবর্তী, প্রাক্তনমন্ত্রী গৌতম দেব। মোর্চার পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রোশন গিরি-সহ বেশ কয়েকজন নেতা।

English summary
TMC decides to fight in 10 seats of Darjeeling Municipality and leaves 22 seats for Gorkha Janmukti Morcha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X