
ভোট শুরু হতেই অশান্তি, ফাঁসিদেওয়ায় নির্দল সমর্থকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
শিলিগুড়িতে একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। ফাঁসিদেওয়ায় নির্দল সমর্থকদের সঙ্গে তৃণমূল সমর্থকদর সংঘর্ষের খবর পাওয়া গিেয়ছে। ফাঁসিদওয়ার ৩৬ নম্বর বুথে ঘটেেছ সংঘর্ষ। এক িনর্দল সমর্থকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার জের তুমুল উত্তেজনা ছড়ায় ফাঁসিদেওয়ায়। অন্যদিকে পুরসভা ভোটে পানিহাটিতেও অশান্তির খবর আসতে শুরু করেছে।

ভোট শুরু হয়েছে সকাল সাতটা থেকে। তার মধ্যেই তুমুল বর্ষণ শুরু হয়ে গিয়েছে শিলিগুড়িতে। আবহাওয়া দফতর আগেই তুমুল বর্ষণের সতর্কতা জারি করেছিল। সকালে বর্ষণের জেরে কিছুটা ব্যাহত হয় ভোট গ্রহন। কিন্ত বর্ষণ থামতেই ভোটাররা লাইন দিতে শুরু করেন বুথে বুথে। তারমধ্যই সকালে শিলিগুড়িত বিজেপি বিধায়কের গাড়ি আটকানোর অভিযোগ। বিজেপি বিধায়ক নীরজ জিম্বা নির্বাচনী বিধি ভঙ্গ করেছে অভিযোগে তাঁর গাড়ি আটকে দেওয়া হয়। মাটিগাড়ার আঠারো খাই সাধন মোড় এলাকায় বিধায়কের গাড়ি আটক করেন নির্বাচনী আধিকারিকরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বহিরাগতরা ভোটের আগে এলাকায় ঢুকতে শুরু করেছে। তারপরেই বিজেপি বিধায়কের গাড়ি আটকানো হয়। যদিও বিজেপি বিধায়কের আপ্ত সহায়ক দাবি করেছেন রঙ্গিয়াতে বিধায়ককে তাঁর বাড়িতে পৌঁছে দিয়ে সাধন মোড় এলাকায় নিজের বাড়িতে এসেছিলেন গাড়ি চালক। যদিও নির্বাচনী আধিকারীকরা তা মানতে চাননি।
এদিকে ফাঁসিদেওয়ার ৩৫ নম্বর বুথে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূল ও নির্দল সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। এক নির্দল সমর্থকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। । পরে পুিলশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের কারণে সাময়িক ভাবে ভোটগ্রহন বন্ধ থাকলেও পরে ভোট গ্রহন শুরু হয়েছে। শিলিগুড়ি মহকুমা পরিষদে ৯টি আসন, ৪টি পঞ্চায়েত সমিতির ৬৬ আসন ও ২২টি পঞ্চায়েতের ৪৬২টি আসনে ভোট। ভোটার সংখ্যা প্রায় ৫ লক্ষ ৩০ হাজার, নিরাপত্তায় রয়েছেন ৫ হাজার পুলিশকর্মী।