For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চতুর্থ দফার ভোটে হটস্পট কোচবিহার-আলিপুরদুয়ার, উত্তরবঙ্গে তৃণমূলের টার্নিং পয়েন্ট হতে পারে এই দুই কেন্দ্র

চতুর্থ দফার ভোটে হটস্পট কোচবিহার-আলিপুরদুয়ার, উত্তরবঙ্গে তৃণমূলের টর্নিং পয়েন্ট হতে পারে এই দুই কেন্দ্র

Google Oneindia Bengali News

চতুর্থ দফায় উত্তর বঙ্গে প্রথম ভোট। আর প্রথম ভোটেই একেবারে হটস্পট কোচবিহার। জেলার ৯ কেন্দ্রে রয়েছে ভোট গ্রহন। ভোট হবে আলিপুরদুয়ারেও। জেলার ৫ কেন্দ্রে ভোট। এই দুই জেলাই ভাগ্য ফিরিয়ে দিতে পারে তৃণমূলের আবার বিজেপির জয়ের পথ সুগম করতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গে তৃণমূল-বিজেপি দুই দলের ক্ষেত্রেই ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠতে চলেছে এই দুই জেলা।

উত্তরবঙ্গে শক্তি বাড়িয়েছে বিজেপি

উত্তরবঙ্গে শক্তি বাড়িয়েছে বিজেপি

২০১৮-র লোকসভা নির্বাচনেই উত্তরবঙ্গ বুঝিয়ে দিয়েছে তাঁরা তৃণমূলের হাতছেড়েছে। উত্তরবঙ্গের সব কটি কেন্দ্রে জয়ী হয়েছিল গেরুয়া শিবির। এমনকী পাহাড়ও। তৃণমূল কংগ্রেসের এই খারাপ ফলের জন্য উত্তরবঙ্গে সংগঠন এবং কয়েকজন নেতাকেই দায়ী করা হয়ে থাকে। কারণ এই নেতাদের কারণেই গোষ্ঠীদ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল উত্তরবঙ্গে। তারমধ্যে অন্যতম ছিল কোচবিহার। কোচবিহারে এবার আবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন মিহির গোস্বামী। শাসক দলে ফের ভাঙন।

হটস্পট কোচবিহার

হটস্পট কোচবিহার

কোচবিহারকে টার্গেট করে রেখেছে বিজেপি। উত্তরবঙ্গে ৫৪টি আসনের মধ্যে কোচবিহার আর আলিপুর দুয়ারের মোট ১৪টি আসন দখলে রাখতে পারলে উত্তরবঙ্গ জয় সহজ হয়ে যাবে বিজেপির। সেকারণেই একাধিকবার উত্তরবঙ্গে সভা করেছেন অমিত শাহ। কোচবিহারের সভা থেকেই সিএএ এবং অনুপ্রবেশ বন্ধ নিয়ে বার্তা দিয়েছেন তিনি। রাজবংশী সম্প্রদায়ের মনজয়ে রাজবংশী ধর্মগুরুর সঙ্গে বৈঠক করেছেন অসমে। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসও কোচবিহারকে টার্গেট করে রেখেছে। কোচবিহারে সভা করে মমতা বন্দ্যোপাধ্যায় সিআরপিএফকে ঘেরাও করে ভোট দিতে যাওয়ার বার্তা দিয়েছেন। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে সভা করেছেন একাধিকবার।

পাহাড়ে গুরুংয়ের প্রত্যাবর্তন

পাহাড়ে গুরুংয়ের প্রত্যাবর্তন

এদিকে আবার পাহাড়ে আসন বণ্টন নিয়ে মোর্চার অন্দরেই অশান্তি তৈরি হয়েছে। গুরুং পন্থী এবং বিনয় পন্থীদের বিবাদে জেরপাড় পাহাড়। তার ফায়দা তুলতে বিজেপি কসুর করবে না বলে মনে করছে রাজনৈতিক মহলে। গুরংকে ফিরিয়ে এনে পাহাড়ে বিজেপির উপর চাপ তৈরি করার চেষ্টা করেেছ শাসক দল। এই প্রথম পাহাড়ে পরিবর্তন যাত্রা করতে গিয়ে কালো পতাকা দেখতে হয়েছে দিলীপ ঘোষকে। অন্যদিকে তরাই ডুয়ার্সে আদিবাসী ভোট নিয়ে টানা টানি চলছে। আদিবাসীদের প্রতিনিধি রাজেশ লাকরা যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে।

আক্রান্ত দিলীপ

আক্রান্ত দিলীপ

গত পরশু কোচবিহারে আক্রান্ত হয়েছেন দিলীপ ঘোষ। তাঁর গাড়ির উপর হামলা চালানো হয়েছে। এই ঘটনাকে ছোট করে দেখছে না রাজনৈতিক মহল। ভোটের ঠিক আগে বিজেপির রাজ্য সভাপতির উপর হামলায় অন্য গন্ধ পাচ্ছেন তাঁরা। শাসকদল তাহলে কী নতুন করে এগিয়ে চলতে শুরু করেছেন কোচবিহারে এই নিেয়জল্পনা শুরু হয়েছে।

হাওড়ার ৯টি আসনে ভাগ্য নির্ধারণ ৯৩ জন প্রার্থীর, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকবে ৫০০০ রাজ্য পুলিশহাওড়ার ৯টি আসনে ভাগ্য নির্ধারণ ৯৩ জন প্রার্থীর, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকবে ৫০০০ রাজ্য পুলিশ

English summary
Special eye on Coochbihr and Alipurduar for forth phase poll in Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X