মালদার বিস্ফোরণ নিয়ে রাজ্য প্রশাসনকে একহাত নিলেন সৌমিত্র খাঁ
মালদার বিস্ফোরণ নিয়ে রাজ্য প্রশাসনকে একহাত নিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ঘটনার প্রেক্ষিতে রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, মালদার সুজাপুরের ওই কারখানায় প্লাস্টিক তৈরি হচ্ছিল না বোমা তৈরি হচ্ছিল? না, অ্যামোনিয়াম নাইট্রেট মজুত ছিল? যে কারণে এতবড় বিস্ফোরণ হতে পারে।


মালদার ঘটনা ফিরহাদ হাকিম পুলিশকে দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করছে। তথ্য লোপাটের চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে আইএসআই সহ বিভিন্ন জঙ্গীগোষ্ঠী লালিত পালিত হচ্ছে। তাই এনআইএ তদন্তের দাবি করছি। এবং রাজ্যজুড়ে বিজেপি যুব মোর্চা আন্দোলনে নামবে। বৃহস্পতিবার দুর্গাপুরে এমন বিষ্ফোরক প্রশ্ন তুলেলন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
এদিন এক দলীয় কর্মসূচিতে সৌমিত্র খাঁ বলেন, 'অতীতে ছত্রধর মাহত ও কিষেণজির র মত মাওবাদী নেতারা জ্ঞানশ্বরীর মত ট্রেনে নাশকতা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আবারও আসছেন মাওবাদী তৈরি করতে।'
তিনি বলেন, 'সারা দেশে আদিবাসীরা ভাল থাকলেও পশ্চিমবঙ্গে আদিবাসীরা ভালো নেই। গত ১০ বছরে বিরষা মুন্ডার মুর্তি নিয়ে কথা বললেন না। এখন বলছেন ৪০ লক্ষ টাকা দিয়ে মূর্তি বসাবেন। গত ১০ বছরে কেন করলেন না? কেন গেছেন আদিবাসীদের? মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলে ভাঁওতাবাজি শুরু করেছেন।'
তিনি অভিষেক ব্যানার্জি নাম না করে তোপ দেগে আরও বলেন, 'এখন কয়লা, গরু পাচারে তদন্ত হচ্ছে। কেন্দ্রীয় সরকার সঠিক তদন্ত করবে। পশ্চিমবঙ্গের ভাইপো কোটি কোটি টাকার মালিক হচ্ছেন কিভাবে? তার সঙ্গে জৈনিক মিশ্র ছিলেন। সেই জৈনিক মিশ্র গ্রেফতার হচ্ছেন না কেন চিন্তিত। রাজ্যে বনকর্মী নিয়োগেও দুর্নীতি হচ্ছে। আর ভাইপো হচ্ছেন দুর্নীতি গ্রস্তের মালিক। একে একে সব ধরা পড়বে।'
প্রসঙ্গত, মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৫ শ্রমিকের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। সেখানে হেলিকপ্টারে গিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
ওই ঘটনা প্রসঙ্গে সৌমিত্র খাঁ প্রশ্ন তুলে বলেন, 'পশ্চিমবঙ্গে আইএসআই সহ বিভিন্ন জঙ্গীগোষ্ঠী লালিত পালিত হচ্ছে। মালদার সুজাপুরের ওই কারখানায় প্লাস্টিক তৈরী হচ্ছিল না বোমা তৈরি হচ্ছিল? না, অ্যামোনিয়াম নাইট্রেটের মত বিষ্ফোরক মজুত ছিল? যে কারনে এতবড় বিস্ফোরণ হতে পারে। ৫ জনের দেহ ছিন্নভিন্ন হয়ে গেল। মালদার ঘটনা ফিরহাদ হাকিম পুলিশকে দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করছে। তথ্য লোপাটের চেষ্টা করছে। তাই এনআইএ তদন্তের দাবি করছি।'
ফের মুখোমুখি হচ্ছে চিন-ভারত, বরফ শীতল লাদাখে উত্তেজনার আগুন প্রশনের উদ্যোগ