For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বরফে ঢেকেছে বক্সা পাহাড়, দার্জিলিং ছে়ড়ে ডুয়ার্সে ছুটছেন পর্যটকরা

বরফে ঢেকেছে বক্সা পাহাড়, দার্জিলিং ছে়ড়ে ডুয়ার্সে ছুটছেন পর্যটকরা

Google Oneindia Bengali News

উষ্ণতম ডিসেম্বর কাটাচ্ছে কলকাতা। আর উল্টোদিতে বক্সা পাহাড়ে তুষার পাত। এদিকে দার্জিলিঙে বরফের দেখা নেই। আবহাওয়ার এই বৈপরীত্য চমকে দিয়েছে আবহাওয়াবিদদের। এর আগে কখনও বক্সা পাহাড়ে একম তুষারপাত হয়নি। বলছেন সেখানকার বাসিন্দারা। গতকাল রাতে শিলাবৃষ্টির পর এক ধাক্কায় অনেকটা পারদ পতন হয়েছে বক্সা পাহাড়ে। তার জেরে তুষারপাত। বরফে ঢেকে গিয়েছে বক্সা পাহাড়ের গ্রাম লেপচাখা। আর তাই দেখতে সেখানে ভিড় করছেন পর্যটকরা।

বক্সা পাহাড়ে তুষারপাত

বক্সা পাহাড়ে তুষারপাত

তরাই ডুয়ার্সে যাঁরা শীতের ছুটিতে যাঁরা তরাই ডুয়ার্সে বেড়াতে গিয়েছেন তাঁরা যে আবহাওয়ার এই বৈপরিত্যের মুখোমুখি হবেন ভাবতেও পারেননি। শহর কলকাতায় সোয়েটার গায়ে না দিয়েই বড়দিন কাটিয়েছেন মানুষ। ২৭ ডিসেম্বরও তেমন শীতের আমেজ ছিল না। গরমেই কেটেছে। আর তার ঠিক উল্টো ছবি ধরা পড়েছে উত্তরবঙ্গে। বিশেষ করে বক্সা পাহাড়ে। সোমবার থেকেই মেঘলা ছিল আকাশ। সন্ধে নামতেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছিল। হঠাৎ করেই রাতে শিলাবৃষ্টি শুরু হয়। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের বক্সা পাহাড় ঢেকে যায় বরফে। পাহাড়ের কাছেই খোট্ট গ্রাম লেপচাখার যেখানে সেখানে ছড়িয়ে রয়েছে বরফ।

দার্জিলিং ছেড়ে লেপাচাখা ছুটছেন পর্যটকরা

দার্জিলিং ছেড়ে লেপাচাখা ছুটছেন পর্যটকরা

শীত পড়লেও এবার এখনও দার্জিলিঙে তুষারপাত হয়নি। গতবার তুষারপাত হয়েছিল। জাঁকিয়ে শীত উপভোগ করেছিলেন পর্যটকরা। এবার ডিসেম্বরের শুরু থেকে আবহাওয়া মনোরম হলেও সেরকম জাঁকিয়ে শীত দার্জিলিঙে পড়েনি। শীতের ছুটিতে অনেকেই এখন পাহাড়ে রয়েছেন। তাঁরা বক্সাপাহাড়ে তুষারপাতের খবর শুনে সেখানে ছুটতে শুরু করেছেন পর্যটকরা। আর যাঁরা ডুয়ার্সে বেড়াতে গিয়েছেন তাঁদের তো পোয়া বারো। এক সঙ্গে জঙ্গল সাফারি আবার উপরি পাওনা বক্সা পাহাড়ে তুষারপাত।

ঠাণ্ডায় কাঁপছে রাজধানী

ঠাণ্ডায় কাঁপছে রাজধানী

এদিকে উত্তর ভারত জুড়ে চলছে শৈত্য প্রবাহ। রাজধানী দিল্লি তাপমাত্রা গতকাল ৩ ডিগ্রিতে নেমে গিয়েছিল। তার উপরে কুয়াশা। এতটাই কুয়াশা যে ট্রেন এবং বিমান চলাচল ব্যহত হচ্ছে। ঠান্ডায় জবুথবু দিল্লি। শীতের ছুটি চুটিয়ে উপভোগ করছেন রাজধানীর বাসিন্দারা। রাজস্থানেও পারদ পতন হয়েছে অস্বাভাবিক হারে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে চলছে তুষারপাত। িশমলা-কুলু মানালি বরফে ঢেকেছে। কাশ্মীরেও চলছে তুষারপাত।

কবে থেকে শীত কলকাতায়

কবে থেকে শীত কলকাতায়

কলকাতা শহরে পারদ পতন হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। রোদ ঝলমলে আকাশ তার সঙ্গে গরমের মধ্যেই বড়দিন কাটিয়েছে শহরবাসী। হঠাৎ করে পারদ উর্ধ্বমুখী হওয়ায় অস্বস্তি বেড়েছে। এরকম ডিসেম্বর মাস আগে দেখেননি শহবাসী। যদিও হাওয়া অফিস বলছে বিপরীত ঘুর্ণাবর্তের কারণেই উত্তরে হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে। সেকারণেই তাপমাত্রার পারদ চড়ছে।

MGNREGA: আর নয় দুর্নীতি! 'বাধা' কাটিয়ে নতুন বছরের শুরু থেকে সর্বজনীন হচ্ছে ডিজিটাল উপস্থিতিMGNREGA: আর নয় দুর্নীতি! 'বাধা' কাটিয়ে নতুন বছরের শুরু থেকে সর্বজনীন হচ্ছে ডিজিটাল উপস্থিতি

English summary
Snowfall at Buxa Hill
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X