For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রায়গঞ্জে ভয়াবহ বাস দুর্ঘটনা, ৬ পরিযায়ী শ্রমিকের মৃত্যু

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে (raigunge) ভয়াবহ বাস দুর্ঘটনা (bus accident)। রূপাহারে গভীর রাতে হওয়া এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ছয়জনের মৃত্যুর (death) খবর পাওয়া গিয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। মৃতদের সবাই পরিযায়ী শ্রমিক বলেও জ

  • |
Google Oneindia Bengali News

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে (raigunge) ভয়াবহ বাস দুর্ঘটনা (bus accident)। রূপাহারে গভীর রাতে হওয়া এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ছয়জনের মৃত্যুর (death) খবর পাওয়া গিয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। মৃতদের সবাই পরিযায়ী শ্রমিক বলেও জানা গিয়েছে। চালক মত্ত থাকাতেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।

পাকুড় থেকে লখনৌ যাওয়ার পথে দুর্ঘটনা

পাকুড় থেকে লখনৌ যাওয়ার পথে দুর্ঘটনা

স্থানীয় এক বাসিন্দা প্রণব রায় সংবাদ মাধ্মকে জানিয়েছেন, বিকট আওয়াজ পাওয়ার পরে এলাকাবাসী বাড়ি থেকে বেরিয়ে আসেন। দেখেন নয়ানজুলির জলে বাসটি পড়ে রয়েছে। বাসে আটকে থাকা যাত্রীরাও চিৎকার করতে থাকেন। বাসটির অর্ধেকটা ডুবেই ছিল। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। বাসের কাঁচ ভেঙে বহু মানুষকে উদ্ধার করা হয়। খবর পেয়ে দমকলও চলে আসে। তাঁরাও বেশ কয়েকজনকে উদ্ধার করেন। তবে জলের নিচে কেউ আছেন কিনা তাঁরা তা বুঝতে পারেননি। বাসে সঠিক কত লোক ছিলেন, তা এখনও জানা যায়নি। তবে শিশু সমেত প্রায় ৫০ লোক ছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান। বাসটি ঝাড়খণ্ডের পাকুর থেকে লখনৌ যাচ্ছিল বলে জানা গিয়েছে।

খবর পেয়েই এলাকায় পুলিশ ও দমকল

খবর পেয়েই এলাকায় পুলিশ ও দমকল

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকল। স্খানীয় বাসিন্দাদের সঙ্গে উদ্ধারে হাত লাগান দমকলকর্মীরা। রাস্তার ধার থেকে মই নিয়ে বাসের ওপরে ফেলে উদ্ধার কাজ চালানো হয়। পরে সেখানে যান বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও। যাঁদেরকে বাস থেকে উদ্ধার করা হয়, তাঁদেরকে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজে।

৬ জনের মৃত্যু

৬ জনের মৃত্যু

এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বাসে থাকা এর পরিযায়ী শ্রমিক জানিয়েছেন, বাসটি পুরো ভর্তি ছিল। বাসে কমপক্ষে ১২ টি শিশু ছিল। উদ্ধার হওয়া এক যাত্রীর অভিযোগ, নয়ানজুলিতে পড়ার আগে বাসটি একটি অন্য গাড়ির সঙ্গে ধাক্কাও মারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসের মধ্যে থেকেই মত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হয়। অপরজনের মৃত্যু হয় হাসপাতালে।

দুর্ঘটনায় একাধিক কারণ

দুর্ঘটনায় একাধিক কারণ

এই দুর্ঘটনায় একাধিক কারণ উঠে আসছে। বাইপাসের কাজ হওয়ার রাস্তা খারাপ। রাস্তায় গর্ত। সঠিকভাবে রাস্তা সারাই করা হচ্ছে না। চালক মত্ত অবস্থাতেও থাকতে পারেন বলে অনুমান। বাসচালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

গয় কয়েকমাসে রাজ্যে একাধিক বাস দুর্ঘটনায় পড়েছে। গতমাসে হাওড়ার জগৎবল্লভপুরে বাস দুর্ঘটনায় একযাত্রীর মৃত্যু হয়। জুলাইয়ে জলপাইগুড়ির হলদিবাড়িতে নয়ানজুলিতে যাত্রীবাহী বাস পড়ে গিয়েছিল। মে মাসে উত্তর ২৪ পরগনায় দেগঙ্গায় বাস দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। তবে এত মৃত্যুর ঘটনা কোথাও হয়নি।

ওয়াশিংটনে পৌঁছলেন মোদী, ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত প্রধানমন্ত্রীওয়াশিংটনে পৌঁছলেন মোদী, ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত প্রধানমন্ত্রী

English summary
Six people died and several injured in a bus accident in Raigunge's Rupahar in North Bengal in mid night.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X