For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রাজ্যে শুকিয়ে যেতে বসেছে জোড়াফুল', মালদহে গিয়ে তৃণমূলকে খোঁচা সায়ন্তনের

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

'রাজ্যে জোড়া ফুল শুকিয়ে যেতে বসেছে। তৃণমূলে এরপর কোনও লোক থাকবে না।' শুক্রবার মালদায় জেপি নড্ডার সভাস্থল পরিদর্শনে এসে এমনটাই দাবি করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।

রাজ্যে শুকিয়ে যেতে বলেছে জোড়াফুল, তৃণমূলকে খোঁচা সায়ন্তনের

রাজ্যে ফের আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মালদায় তার একটি রাজনৈতিক কর্মসূচীতে অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। এদিন তারই প্রস্তুতি খতিয়ে দেখতে এসে বিজেপি নেতা বলেন, 'রাজ্যে জোড়া ফুল শুকিয়ে যেতে বসেছে। তৃনমূলে এরপর কোন লোক থাকবে না। বিজেপির বিরুদ্ধে বাম-কংগ্রেস, তৃণমূল কংগ্রেস আর আব্বাস সিদ্দিকী মহাজোট হবে। এই মহাজোট বিজেপির বিরুদ্ধে লড়াই করে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবে।'

মুখ্যমন্ত্রীর বক্তব্য তুলে ধরে তিনি বলেন, 'রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই বলেছিলেন টেট পরীক্ষার ফলাফল প্রকাশ করতে। যদি ফলাফল প্রকাশিত হয় তাহলে তৃণমূলের একটি নেতাও বাইরে থাকবে না ঢুকে যাবে। রাজ্যে একটি চাকরী পরীক্ষাও স্বচ্ছ হচ্ছে না। আগে লোকে বলত হাজি মস্তান সবচেয়ে বড় মস্তান এখন সবাই ভাইপোকে বলছে বড় মস্তান। চোরাচালানের ব্যবসা এত বড় যে এরা বালি কয়লা সমস্ত কিছুতে হাত পাকিয়েছে।'

এদিন সায়ন্তন বসু আরও বলেন, 'পার্থ চট্টোপাধ্যায় নির্বাচন কমিশনে গিয়ে বিএসএফের নামে ভিত্তিহীন অভিযোগ করে বলেছেন অবৈধ অনুপ্রবেশের সাথে যুক্ত বিএসএফ। গত দুমাস ধরে বিএসএফ অনুপ্রবেশকারী বাংলাদেশী মুসলিমদের আটকাচ্ছে এই কারণেই তাদের রাগ। অনুপ্রবেশকারীদের শুধু আটকানোই নয় বাংলাদেশী মুসলমান রোহিঙ্গাদের পুশ ব্যাক করতে হবে। ভোটার লিস্টে ভুয়া অনেক নাম উঠেছে। ভোট প্রসঙ্গে তিনি বলেন শুধু পশ্চিমবঙ্গ নয় এখানে আলাদা ভোট ভ্যাকসিন স্ট্র্যাটেজি দাওয়াই দরকার আছে। এই নিয়ে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি। এখানে সুষ্ঠু ভোট হবে দিদির পুলিশরা থানায় বসে প্যারেড করবে দাদার পুলিশ তৃণমূলের গুন্ডাদের লাঠি পেটা করবে।'

English summary
Sayantan Basu taunts TMC at Malda ahead of West Bengal Assembly Elections 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X