For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুর নামে গেরুয়া পোস্টার, মমতার সফরের আগে জল্পনা বাড়ছে উত্তরবঙ্গে

শুভেন্দুর নামে গেরুয়া পোস্টার, মমতার সফরের আগে জল্পনা বাড়ছে উত্তরবঙ্গে

Google Oneindia Bengali News

এখনও রং বদলাননি তিনি। তার আগেই শুভেন্দু নামে গেরুয়া পোস্টারে ছয়লাপ ডুয়ার্স। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই শুভেন্দুর নামে গেরুয়া পোস্টার ঘিরে জল্পনা তুঙ্গে। গেরুয়া রঙের পোস্টার লেখা হয়েছে 'দাদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি'। কে বা কারা পোস্টার দিচ্ছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। জলপাইগুড়ি, ময়নাগুড়িতে এই নিয়ে উত্তেজনা বাড়ছে।

শুভেন্দুর নামে গেরুয়া পোস্টার

দলের সঙ্গে ফাটন বাড়ছে শুভেন্দুর। মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সভাতে দেখা যায়নি অধিকারী পরিবারের কাউকে। এমনকী মমতা যখন মেদিনীপুরে সভা করছেন তখন কোলাঘাটের একটি হোটেলে ছিলেন শুভেন্দু। তারপরেই কলকাতায় চলে আসেন তিনি। যদিও এখনও নিজের অবস্থান স্পষ্ট করেননি শুভেন্দু অধিকারী। তৃণমূল ছাড়ার কথাও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি শুভেন্দু। আবার শুভেন্দুকে তাড়িয়েও দেয়নি তৃণমূল। দলে থেকেও দলের কোনও কর্মসূচিতেই দেখা যাচ্ছেন না তাঁকে।

এদিকে আগামিকালই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার আগে শুভেন্দুর নামে গেরুয়া রঙের পোস্টার পড়ায় জল্পনার পারদ চড়ছে। তাহলে কি শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিচ্ছেন। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। আগেই কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন ময়নাগুড়ির তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারীও।

English summary
Safron poster on the name of Suvendu Adhikary at Dooars
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X