For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার সফরের আগে ইস্তফার ইচ্ছা প্রকাশ জেলা সভাপতির, ক্ষুব্ধ তৃণমূল! দেনা-পাওনা নিয়ে গণ্ডগোল, কটাক্ষ অধীরের

মমতার সফরের আগে ইস্তফার ইচ্ছা প্রকাশ জেলা সভাপতির, ক্ষুব্ধ তৃণমূল! দেনা-পাওনা নিয়ে গণ্ডগোল, কটাক্ষ অধীরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) উত্তরবঙ্গ (north bengal) তথা পাহাড় সফরে যাচ্ছেন। তার আগে

Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) উত্তরবঙ্গ (north bengal) তথা পাহাড় সফরে যাচ্ছেন। তার আগে তৃণমূলের (trinamool congress) জেলা সভানেত্রীর পদ ছাড়তে চেয়ে দলের শীর্ষ নেতৃত্বের কাছে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠালেন শান্তা ছেত্রী (Shanta Chetri)। তিনি রাজ্যসভার সাংসদও বটে। পাহাড়ের নেত্রীর এহেন আচরণে ক্ষুব্ধ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তবে বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস (congress) সভাপতি অধীর চৌধুরী (adhir chowdhury)। যদিও এই ঘটনাকে পুরোপুরি সংবাদ মাধ্যমের রটনা বলে দাবি করেছেন, শান্তা ছেত্রী।

অভিমানে পদ ছাড়ার বার্তা

অভিমানে পদ ছাড়ার বার্তা

এবারে জিটিএ নির্বাচনে তৃণমূল পাহাড়ে ভাল ফল করেছে। কিন্তু দলের তরফে কোনও কৃতিত্বই মেলেনি। যা নিয়ে অভিমান রয়েছে শান্তা ছেত্রীর। সেই কারণেই মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের আগে পদ ছাড়তে চেয়েছেন শান্ত, এমনটাই খবরজেলা তৃণমূল সূত্রে। তবে বিষয়টি নিয়ে শান্তা ছেত্রী দাবি করেছেন, পুরো বিষয়টিই রটনা। এর কোনও সত্যতা নেই। উল্লেখ্য যে নির্বাচনে জিততে না পারায় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ২০১৭ সালে রাজ্যসভার সাংসদও করেন।

জিটিএ-র শপথগ্রহণে মুখ্যমন্ত্রী

জিটিএ-র শপথগ্রহণে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় সফরে যাচ্ছেন ১১ জুলাই। তাঁর এই সফর ১৪ জুলাই পর্যন্ত। মূলত অনিত থাপার আমন্ত্রণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১১ জুলাই পাহাড়ে যাচ্ছেন। ১২ জুলাই তিনি জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির
থাকবেন। তার আগে জেলা সভানেত্রীর পদত্যাগের বার্তায় অস্বস্তি দলের অন্দরে। তবে মুখ্যমন্ত্রীর সফরের ঠিক আগেই শান্তা ছেত্রীর এহেন বার্তায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ক্ষুব্ধ বলেই জানা গিয়েছে।

দলের পাহাড় নীতি পছন্দ নয়

দলের পাহাড় নীতি পছন্দ নয়

প্রসঙ্গ ক্রমে বলে রাখা ভাল শান্তা ছেত্রী দলের পাহাড় নীতি মেনে নিতে পারেননি। মুখ্যমন্ত্রী যেখানে অনীত থাপাদের সঙ্গে যোগাযোগ রেখে চলছে চান, সেখানে শান্তা ছেত্রী সেই পদক্ষেপ মেনে নিতে পারছেন না। অনীত থাপাদের সঙ্গেঝগড়ার খবর মুখ্যমন্ত্রীর কানেও গিয়েছিল। একটা নয়, ঝগড়া একাধিক বিষয় নিয়ে। যা নিয়ে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শান্তা ছেত্রী ধমকও খেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোনওভাবেই পাহাড়ের বন্ধুদেরসঙ্গে ঝামেলা মেনে নিতে পারেননি। জিটিএ নির্বাচনে একদিকে যেমন অনীত থাপাদের উত্থান হয়েছে, অন্য দিকে আপাতত প্রাসঙ্গিকতা হারিয়েছেন বিমল গুরুংরা। অনীত থাপা নবান্নে এসে মুখ্যমন্ত্রীকে জিটিএ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত
থাকতে আমন্ত্রণ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী তাতে সম্মতিও জানান। মুখ্যমন্ত্রীর মনোভাবে তাই পাহাড়ের রাজনীতিতে কিছুটা চাপেই রয়েছেন শান্তা ছেত্রী।

 অধীর চৌধুরীর কটাক্ষ

অধীর চৌধুরীর কটাক্ষ

এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে শান্তা ছেত্রীর পদ ছাড়ার বার্তা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, দেনা-পাওনা নিয়ে গণ্ডগোল। তাই তিনি পদত্যাগ করতে চাইছেন। কোনও কিছু না পাওয়ার জন্যই এই ধরনেরপরিস্থিতি, বলে কটাক্ষ করেন তিনি।

মোদী জ্বালানির দাম কমালে মমতা কমান মদের দাম! উনি যা করেছেন, তা ফিরে পাচ্ছেন, কটাক্ষ শুভেন্দু অধিকারীরমোদী জ্বালানির দাম কমালে মমতা কমান মদের দাম! উনি যা করেছেন, তা ফিরে পাচ্ছেন, কটাক্ষ শুভেন্দু অধিকারীর

English summary
RS MP and TMC Darjeeling Dist President Shanta Chetri wants to resign from her post
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X