For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল ছেড়ে সিপিএম যোগদান দলে দলে, পঞ্চায়েতের আগে ‘উলট-পুরাণ’ এই বঙ্গেই

তৃণমূল ছেড়ে সিপিএম যোগদান দলে দলে, পঞ্চায়েতের আগে ‘উলট-পুরাণ’ এই বঙ্গেই

Google Oneindia Bengali News

তৃণমূল ছেড়ে দলে দলে নেতা-কর্মীরা যোগ দিচ্ছেন সিপিএমে! এ ছবি বাংলার সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা যায়নি। কিন্তু সেই উলট-পুরাণই ঘটল এবার। তৃণমূল ছেড়ে দুই শতাধিক নেতা-কর্মী যোগ দিলেন সিপিএমে। মেটেলিতে ফের লাল পার্টির দাপট দেখা দিল দলবদলে। শুধু তৃণমূলেই নয়, সিপিএম ভাঙন ধরাল বিজেপিতেও।

উল্টো স্রোত বইয়ে দিল সিপিএম

উল্টো স্রোত বইয়ে দিল সিপিএম

সম্প্রতি সিপিএম, কংগ্রেস বা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতেই দেখা গিয়েছে নেতা-কর্মীদের। কিন্তু উল্টো স্রোত দেখা যায়নি সে অর্থে। ২০১৯-এর লোকসভা ভোটের আগে-পরে তৃণমূল ভেঙে বিজেপিতে যোগদানের প্রবণতা দেখা দিলেও, ২০২১-এর বিধানসভা ভোটের পর তাও ঘুরে গিয়েছে তৃণমূলের দিকে। অর্থাৎ বিজেপি থেকে ঘরওয়াপসি হয়েছে তৃণমূলে।

তৃণমূলে ভাঙন ধরিয়ে দিল সিপিএম

তৃণমূলে ভাঙন ধরিয়ে দিল সিপিএম

সম্প্রতি তৃণমূলের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে দুর্নীতির প্রকোপ পড়েছে। দলরে মহসচিব শিক্ষা দুর্নীতিতে জেলে, বীরভূমের বেতাজ বাদশা গরু পাচার মামলায় জেলে। তারপরও বিজেপি দাঁত ফোটাতে পারেনি, এখন পর্যন্ত ভাঙন ধরাতে পারেনি তৃণমূলে। কিন্তু সিপিএম ভাঙন ধরিয়ে দিল। তৃণমূলের নীচুতলার নেতা-কর্মীরা যোগ দিলেন সিপিএমে।

সিপিএমকে বাড়তি অক্সিজেন দেবে

সিপিএমকে বাড়তি অক্সিজেন দেবে

তৃণমূল ছেড়ে সিপিএমে বড় যোগদান হল জলপাইগুড়ির মেটেলি ব্লকে। তৃণমূল বা বিজেপিতে যোগদান সাম্প্রতিক সময়ে দেখা গেলেও সিপিএমে যোগদান সে অর্থে দেখা যায়নি। প্রায় ২০০ জনের সিপিএমে যোগদান নিয়ে এদিন উচ্ছ্বসিত নেতৃত্ব। তৃণমূল ও বিজেপি ছেড়ে তাঁরা সিপিএমে ফিরলেন। এই দলবদল বাল যোগদান সিপিএমকে বাড়তি অক্সিজেন দেবে পঞ্চায়েত ভোটের আগে।

৪২টি পরিবারের দুই শতাধিকের যোগদান

৪২টি পরিবারের দুই শতাধিকের যোগদান

শনিবার মেটেলি বল্কের মাটিয়ালি বাতাবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুঝোড়ায় এই যোগদানের অনুষ্ঠান হয়। পশ্চিমপাড়া এলাকার ৪২টি পরিবারের দুই শতাধিক কর্মী-সমর্থক এদিন সিপিএমের যোগদান করেন বলে দাবি। যোগদানকারীদের হাতে সিপিএমের লাল ঝান্ডা তুলে দেন সারা ভারত কৃষক সভার মেটেলি ব্লকের সম্পাদক মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন সভাপতি বীরেন্দ্রনাথ রায়, জেলা কমিটির সদস্য রুনু ওঁরাও, আবদুল জব্বার, দীনেশ রায় প্রমুখ।

পেশিশক্তির কাছে নত হয়ে তৃণমূলে গিয়েছিলেন

পেশিশক্তির কাছে নত হয়ে তৃণমূলে গিয়েছিলেন

সিপিএমে এই যোগদানের পর মোস্তাফিদুর রহমান বলেন, তৃণমূলের কাজক্রেম বীতশ্রদ্ধ হয়ে ৪২টি পরিবার সিপিএমে যোগদান করল। যোগদানকারীদের মধ্যে বিজেপি কর্মী-সমর্থকও রয়েছেন কয়েকজন। বিধানসভা নির্বাচনের সময় পেশিশক্তির কাছে নত হয়ে ওঁরা তৃণমূল বা বিজেপিতে নাম লেখাতে বাধ্য হয়েছিল।

সিপিএম নেতৃত্ব ভুল বুঝিয়েছে

সিপিএম নেতৃত্ব ভুল বুঝিয়েছে

এই দলবদলের পর তৃণমূলের পক্ষে বলা হয়েছে, সিপিএম নেতৃত্ব মিথ্যা দাবি করেছে। এ বিষয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি বলেন, সিপিএম নেতৃত্ব ভুল বুঝিয়ে দু-একটি পরিবারকে তাঁদের দলে য়োগদান করিয়েছে। আমরা তাঁদের সঙ্গে কথা বলে আবার দলে ফিরিয়ে নিয়ে আসব। যোগদানকারীদের অনেকেই বলেন, সিপিএম ছেড়ে তৃণমূলে গিয়েছিলাম। তৃণমূলের কাছে অসন্তুষ্ট হয়ে আবার সিপিএমে ফিরে এলাম।

অনুব্রত জেলেও পেলেন 'সর্বক্ষণের সঙ্গী’কে! ওষুধ খাওয়া থেকে শরীরের যত্ন- দায়িত্ব তাঁর কাঁধেঅনুব্রত জেলেও পেলেন 'সর্বক্ষণের সঙ্গী’কে! ওষুধ খাওয়া থেকে শরীরের যত্ন- দায়িত্ব তাঁর কাঁধে

English summary
Over two thousands workers and supporters joining CPM leaving TMC in Jalpaiguri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X