For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চতুর্থ দফার নির্বাচনের আগে বড় ধাক্কা তৃণমূলে, একের পর এক পদাধিকারীর যোগদান বিজেপিতে

চতুর্থ দফার নির্বাচনের আগে বড় ধাক্কা তৃণমূলে, একের পর এক পদাধিকারীর যোগদান বিজেপিতে

  • |
Google Oneindia Bengali News

চতুর্থদফার নির্বাচনের আগে বড় ভাঙন তৃণমূলে (trinamool congress)। একাধিক পদাধিকারীর যোগদান গেরুয়া শিবিরে (bjp)। তবে এই যোগদান পুরোই উত্তরবঙ্গে (north bengal)। প্রসঙ্গত উল্লেখ্য উত্তরবঙ্গের ভোটপ্রক্রিয়া এখনও বাকি রয়েছে। বিজেপিতে যোগ দিয়েই নেতারা বলেছেন কেন্দ্রের বিরোধিতা করতে গিয়ে বঙ্গের উন্নয়ন থমকে গিয়েছে।

 বালুরঘাটের বিদায়ী উপ পুরপ্রধানের দলবদল

বালুরঘাটের বিদায়ী উপ পুরপ্রধানের দলবদল

বিজেপিতে যোগ দিয়েছেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভার বিদায়ী উপ পুরপ্রধান ব্রতময় সরকার। বালুরঘাটের কোর্ট মোড়ে বিজেপির কার্যালয়ে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। ব্রতময় সরকারকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান, বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি ব্রতময় সরকারের হাতে বিজেপির পতাকাও তুলে দেন। এই দলবদলে এলাকায় বিজেপির হাত শক্ত হবে বলে মন্তব্য করেছেন তিনি।

বাংলার উন্নয়ন থমকে

বাংলার উন্নয়ন থমকে

তৃণমূলে থাকার সময় অভিযোগ না করলেও, বিজেপিতে যোগ দিয়েই বাংলার উন্নয়ন থমকে গিয়েছে বলে অভিযোগ করেছেন ব্রতময় সরকার। তিনি দাবি করেছে, গত ৪৪ বছরে পশ্চিমবঙ্গে যেই সরকারই থাকুক না কেন কেন্দ্রের বিরোধিতার জেরে রাজ্যের উন্নয়ন থমকে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের ডাকে সাড়া দিয়ে তিনি বিজেপিতে যোগদান করেছেন বলে জানিয়েছেন বালুরঘাটের উপ পুরপ্রধান। দল ঠিকমতো কাজ করতে পারছে না বলেও অভিযোগ শোনা গিয়েছে বিদায়ী উপ পুরপ্রধানের মুখ থেকে।

 বুধবার যোগ দিয়েছিলেন বিদায়ী বিধায়ক

বুধবার যোগ দিয়েছিলেন বিদায়ী বিধায়ক

বুধবার বিজেপিতে যোগ দিয়েছিলেন উত্তর দিনাজপুরের ইটাহারের বিদায়ী বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অমল আচার্য। তাঁর সঙ্গে বিজেপিতে যো দেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি বিনয় সরকার-সহ কয়েকশো তৃণমূলের নেতা-কর্মী। ইটাহারের উল্কা ক্লাবে রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রী মন্ত্রী দেবশ্রী চৌধুরীর হাত থেকে বিজেপির পতাকা নেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য অমল আচার্য তৃণমূলে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। এবারের নির্বাচনে তাঁকে তৃণমূলের টিকিট দেওয়া হয়নি। এবার উত্তর দিনাজপুরে যে দুই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী পরিবর্তন করেছেন তার মধ্যে রয়েছে এই ইটাহারও।

ক্লাবেরও রং বদল

ক্লাবেরও রং বদল

নেতার দলের রং বদলের জেরে ক্লাবের রংও পরিবর্তিত হয়। ইটাহারের উল্কা ক্লাবে তৃণমূলের পতাকা নামিয়ে বিজেপির পতাকা তোলা হয়। সেখানে বিজেপির নির্বাচনী কার্যালয়ও তৈরি করা হয়। প্রসঙ্গত উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ অংশে ভোট রয়েছে ২২ ও ২৬ এপ্রিল। তার আগে এই দলবদলে বিজেপির শক্তি বাড়ল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

অনুপ্রবেশ ঘটলে স্বরাষ্ট্রমন্ত্রী আগে পদত্যাগ করুন, তুফানগঞ্জের সভা থেকে অমিত শাহকে নিশানা অভিষেকেরঅনুপ্রবেশ ঘটলে স্বরাষ্ট্রমন্ত্রী আগে পদত্যাগ করুন, তুফানগঞ্জের সভা থেকে অমিত শাহকে নিশানা অভিষেকের

English summary
Out going vice chairman of Balurghat Bratamoy sarjar and itahar mla joins BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X