For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজো কার্নিভালে ভয়ঙ্কর কাণ্ড, উন্মত্ত বলদের তাণ্ডব সড়ক জুড়ে, মৃত ১

পুজো কার্নিভালে ভয়ঙ্কর কাণ্ড, উন্মত্ত বলদের তাণ্ডব সড়ক জুড়ে, মৃত ১

Google Oneindia Bengali News

দুর্গাপুজো ঘিরে ফের দুর্ঘটনা উত্তরবঙ্গে। এবার দুর্গাপুজো কার্নিভালে দুর্ঘটনার বলি হলেন ১ জন। রায়গঞ্জে আয়োজন করা হয়েছিল দুর্গাপুজো কার্নিভােলর। সেখানে অনুষ্ঠানস্থলে হঠাৎই একটি বলদ গরুর গড়ি দড়ি ছিঁড়ে বেরিয়ে এসে তাণ্ডব চালায় রাস্তায়। বলদের শিংয়ের গুঁতোয় এক জন মারা গিয়েছেন।

উন্মত্ত বলদের তাণ্ডব সড়ক জুড়ে, মৃত ১

রায়গঞ্জে দুর্গাপুজো কার্নিভালে একেবারে হুলুস্থুল কাণ্ড বেঁধে গিয়েছিল। ঠাকুর নিয়ে শোভাযাত্রার জন্য একটি গরুর গাড়ি নিয়ে আসা হয়েছিল। তাতে চড়ানো হয়েছিল দুর্গাপ্রতিমা। শোভাযাত্রা চলার সময় হঠাৎই গরুর গাড়ির বলদটি দড়ি ছিঁড়ে বেরিয়ে আসে। তারপর রাস্তা জুড়ে উন্মত্তের মতো ছুটে বেড়ায়। বলদের তাণ্ডবে আতঙ্কিত সকলে ছুটো ছুটি শুরু করে দেন। যেযেদিকে পারেন পালাতে শুরু করেন।

ক্ষিপ্ত বলদের শিংয়ের গুঁতোয় অনেকে আহত হয়েছেন। গরুর গাড়ি থেকে দুর্গা প্রতিমা মাটিতে পড়ে যায়। গুরুতর আহত হন বছর ৬৫-র এক প্রবীণ। তাঁকে তড়ি ঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়। রাতেই তিনি মারা যান। কীভাবে বলদটি ক্ষিপ্ত হয়ে উঠল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। আগে থেকে তার শারীরিক অবস্থা খারাপ ছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।

কয়েকদিন আগেই উত্তরবঙ্গে মাল নদীতে বিসর্জনে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। হড়পা বানে প্রাণ হারিয়েছেন ৮ জন। আহত হয়েছে ৫০ জনের মত। এই নিয়ে রাজ্যে চরম চাপান উতোর তৈরি হয়েছে। প্রশাসনের গাফিলতিতেই এই দুর্ঘটনা বলে অভিযোগ করা হয়েছে। প্রশ্ন উঠেছে সেচ দফতরের ভূমিকা নিয়েও। নদীর মধ্যে বেআইনি ভাবে বাধ দেওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের। ইতিমধ্যেই স্থানীয় পুরসভা এবং সেচ দফতরের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।

English summary
One person died in Durga Puja Carnival at Raiganj
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X