For Quick Alerts
For Daily Alerts
রাতের অন্ধকারে ফেন্সিডিল পাচার! বিএসএফের গুলিতে মৃত্যু পাচারকারীর
জানা গিয়েছে, মৃত পাচারকারীর নাম বাদশা শেখ (২৫)। বাড়ি মালদা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের পার্শ্ববর্তী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের তেলকুপি গ্রামে।

বিএসএফের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, এদিন গভীর রাতে তিনজন পাচারকারী ভারতীয় ভূখণ্ড গোপালনগর এলাকায় মাদক কাফ সিরাপ ফেনসিডিল পাচার করছিল। সেই সময় ওই এলাকার প্রহরার দায়িত্ব থাকা বিএসএফের মালদা সেক্টরের অধীন ২৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা বাধা দিতে গেলে। এই পাচারকারীরা জাওয়ানদের আক্রমণ করে।
সেই সময় বিএসএফ গুলি চালালে এই পাচারকারীর মৃত্যু হয়। উদ্ধার হয়েছে ৭৫ বোতল ফেন্সিডিল মাদক কাফ সিরাপ। বাকি পাচারকারীদের খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ ও বি এস এফ।

তৃণমূলকে মানুষ আসন্ন বিধানসভা ভোটে বুঝে নেবে : দিলীপ ঘোষ
কালনায় বিজেপি কর্মী খুনের ঘটনায় দ্রুত গ্রেফতারের দাবিতে পথ অবরোধ