করোনার মাঝে বৃষ্টির জমা জল সরছে না, অবরুদ্ধ ৩৪ নম্বর জাতীয় সড়ক
করোনা পরিস্থিতিতে। এলাকা থেকে জমা জল সরছে না। আতঙ্কে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এলাকাবাসীর।
জানা গিয়েছে যে, গত ছয় মাস ধরে জলবন্দি মালদার ইংরেজবাজার পৌরসভার একাধিক এলাকার মালঞ্চপল্লী, নেতাজী কলোনি সহ বেশ কয়েকটি এলাকার মানুষজন। বৃষ্টির কারণে শহরের সমস্ত জল এই মালঞ্চপল্লী এলাকা দিয়ে বের হয়। বর্তমানে প্রচুর বৃষ্টির কারণে সেই জল দাঁড়িয়ে পড়েছে। যার ফলে তিন নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা জলমগ্ন।

অভিযোগ, দীর্ঘ ছয় মাস ধরে এলাকায় জলমগ্ন থাকলেও স্থানীয় কাউন্সিলর ও পুর প্রশাসন জল বের করার কোনও উদ্যোগ নেয়নি। বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দারা কাউন্সিলর ও পুর প্রশাসনকে জানালেও তারা এই জল বের করার ব্যাপারে কোনো সুরাহা করেনি। যার ফলে দিনের পর দিন জল পঁচে দুর্গন্ধ বের হচ্ছে এমনকি পোকামাকড় ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে।
টানা বৃষ্টি পরিস্থিতি কেটেছে অনেকদিন। তা সত্ত্বেও এখনও জলমগ্ন মালদার ইংরেজবাজার পৌরসভার একাধিক এলাকায় করোনা আবহে নোংরা জলের আতঙ্ক ছড়িয়েছে।
দ্রুত এলাকা থেকে অপসারণের দাবিতে এদিন, মালঞ্চপল্লী এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ চলে। বিক্ষোভ চলে টানা ২ ঘন্টা ধরে। ফলে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবশেষে সদর মহকুমা শাসকের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকার বাসিন্দারা।
গ্রামীণ এলাকার থেকে শহরাঞ্চলের বস্তি এলাকাতেই করোনার প্রকোপ বেশি, বলছে আইসিএমআর