For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নন্দীগ্রামের নাম পরিবর্তন! মমতার প্রতি শ্রদ্ধা জানাতে অনন্য নজির

নন্দীগ্রামের নাম পরিবর্তন! মমতার প্রতি শ্রদ্ধা জানাতে অনন্য নজির

  • |
Google Oneindia Bengali News

নন্দীগ্রাম (nandigram)। ২০০৬ সালের শেষ থেকে এই নামটির সঙ্গে পরিচিত রাজ্য তথা বিশ্বের মানুষ। তবে এই নামে পূর্ব মেদিনীপুর (East Midnapur) জনপদ ছাড়াও উত্তরের জেলা আলিপুরদুয়ারেও (Aliporeduar) ছিল অপর জনপদ। ছিল এই কারণে বলা হচ্ছে, নামটাই পরিবর্তন করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতি শ্রদ্ধা জানাতে গ্রামের মানুষ এই নাম পরিবর্তনে সামিল হয়েছে।

আলিপুরদুয়ারে জনবসতি

আলিপুরদুয়ারে জনবসতি

আলিপুরদুয়ারের শামুকতলার পটোতলা এলাকায় প্রায় দুদশক আগে এক জনবসতি গড়ে উঠেছিল। সেখানে জমি নিয়ে সমস্যা থাকায় এলাকার মানুষ বছরের পর বছর ধরে দল ও বিদ্যুতের থেকে বঞ্চিত ছিলেন। এমনটাই দাবি করেছেন স্থানীয় বাসিন্দারাষ এরই মধ্যে ২০০৬-০৭ সালে নন্দীগ্রামের জমি আন্দোলন শুরু হয়। সেই সময় স্থানীয় বাসিন্দা নিজেদের এলারারে নন্দীগ্রাম বলতে শুরু করেন। সেইভাবেই সরকারি খাতাতেও নাম নথিঙুক্ত হয়ে যায়।

গ্রামে বিদ্যুদায়ন

গ্রামে বিদ্যুদায়ন

আলিপুরদুয়ারের শামুকলতার এই গ্রামে দিন কয়েক আগেও বিকেলের পরে জ্বালতে হত লন্ঠনের আলো। তার জন্য এলাকায় কেরোসিনের চাহিদাও ছিল বেশি। আশপাশির গ্রামে বিদ্যুৎ থাকলেও, সেখানে তা ছিল না, গ্রামের কিছু সমস্যার কারণে। শনিবার চতুর্থীর দিন সেখানে বিদ্যুত আসে। সবরকমের আইনি জটিলতা কাটিয়ে গ্রামের ১১ টি বাড়িতে বিদ্যুতের আলো জ্বলে। স্থানীয় বিদ্যুৎবন্টন সংস্থার কর্তারা জানিয়েছে, গ্রামের বাকিরা আবেদন করলে, তাঁদের খুব তাড়াতাড়ি বিদ্যুতের সংযোগ দেওয়া হবে।

 মমতাময়ী নগর

মমতাময়ী নগর

এরপরেই স্থানীয় বাসিন্দারা নিজেদের গ্রামের নাম পাল্টে মমতাময়ী নগর রাখেন। স্থানীয় পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, দীর্ঘদিন অন্ধকারে থাকার পরে গ্রামে প্রথম বিদ্যুতের আলো পৌঁছেছে। সেই কারণেই স্থানীয়রাই এই নাম রেখেছেন। জেলা তৃণমূল চেয়ারম্যানও সহমত পোষণ করেছেন। অন্যদিরে স্থানীয় তৃণমূল নেতা ভোলা বিশ্বাস সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, নন্দীগ্রাম নামের সঙ্গে এমন একজনের নাম জড়িয়ে রয়েছে, যিনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। সেই কারণে স্থানীয়রাই আর নন্দীগ্রাম নামটা রাখতে চাইছিলেন না। তবে অপর এক নেতা বলেছেন, নন্দীগ্রামের আন্দোলনের নেতৃত্বে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কারণে গ্রামের বাসিন্দারা তাঁর নামেই নাম রেখেছেন।

অনন্য নজির

অনন্য নজির

তবে গ্রাম কিংবা শহরের নাম মুখ্যমন্ত্রীর নামের সঙ্গে রাখার ক্ষেত্রে বাংলায় তেমন নজির নেই। কলকাতায় নিউটাউন গড়ার ক্ষেত্রে জ্যোতি বসুর অবদান স্বরূপ ২০১০ সালের শেষের দিকে তার নাম পরিবর্তন করে জ্যোতি বসু নগর রাখা হয়। কিন্তু ২০১১ সালে তৃণমূল সরকার এসে তা পরিবর্তন করে দিয়েছিল। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নামের সঙ্গে সামঞ্জস্য রেখে জনপদের নাম দেওয়ার এ-এক অনন্য নজির। প্রশাসনের তরফে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন, কোনও গ্রাম যেন বিদ্যুৎহীন না থাকে, সেই পদক্ষেপেই এই জনপদে বিদ্যুৎ এসেছে।

প্রতীকী ছবি


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Due to electrification Name of the village Nandigram in Aliporeduar has changed to Mamatamoyee Nagar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X