For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরবঙ্গ সফরে 'ভুল' উল্লেখে মুখ্যমন্ত্রী মমতার আত্ম সমালোচনার বার্তা! পরেশ অধিকারীর অনুপস্থিতি নিয়েও জল্পনা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উত্তরবঙ্গ (North Bengal) সফর করছেন। দলের সভা জলপাইগুড়ি (Jalpaiguri)-আলিপুরদুয়ারে (Alipirduar)। সেখানে উত্তরবঙ্গে প্রথম সারির নেতা সব নেতা মন্ত্রীরা উপস্থিত, একজনকে বাদ

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উত্তরবঙ্গ (North Bengal) সফর করছেন। দলের সভা জলপাইগুড়ি (Jalpaiguri)-আলিপুরদুয়ারে (Alipirduar)। সেখানে উত্তরবঙ্গে প্রথম সারির নেতা সব নেতা মন্ত্রীরা উপস্থিত, একজনকে বাদ দিয়ে। এদিন মুখ্যমন্ত্রী সভায় দেখা যায়নি মেখলিগঞ্জের বিধায়ক তথা রাজ্যে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। সাম্প্রতিক সময়ে এসএসসির শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় মেয়ের সঙ্গে নাম জড়িয়েছে মন্ত্রীর। যদিও তা নিয়ে মন্ত্রী বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। এদিন মুখ্যমন্ত্রী এব্যাপারে কোনও কথা না বললেও, সাধারণ মানুষকে বার্তা দেন, স্থানীয় কারও ওপরে রাগ থাকলে গোটা তৃণমূলকে যেন ভুল না বোধেন।

সভা থেকে ভুল সংশোধনের বার্তা

সভা থেকে ভুল সংশোধনের বার্তা

এদিন আলিপুরদুয়ারের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, স্থানীয় কারও ওপরে রাদ থাকলে দলকে ভুল বুঝবেন না। তিনি বলেন, কোনও ভুল বোঝাবুঝি থাকলে তাঁকেই যেন দোষ দেওয়া হয়। ভুল করলে তাঁরা সংশোধন করেন বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
এদিন উত্তরবঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রী কি এসএসসির নিয়োগে ভুলের কথাই বলতে চাইলেন, মন্ত্রী পরেশ অধিকারীর অনুপস্থিতিতে সেই প্রশ্ন উঠছে। প্রসঙ্গত এসএসসির নিয়োগ দুর্নীতি পরেশ অধিকারীর মেয়ের চাকরি গিয়েছে। পরেশ অধিকারীকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে অন্যদিকে এদিন কলকাতা হাইকোর্টে ২০১৪ সালে প্রাথমিকে নিয়োগে টেট না দিয়েই ৮৬ জনের নিয়োগের অভিযোগ উঠেছে। ফলে মুখ্যমন্ত্রী কোন ভুলের কথা বলতে চাইলেন, সেই প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মুখ্যমন্ত্রী কি দূরত্ব তৈরি করছেন?

মুখ্যমন্ত্রী কি দূরত্ব তৈরি করছেন?

মুখ্যমন্ত্রী ভুলের কথা বলেছেন। বলেছেন তাঁকেই যেন দোষ দেওয়া হয়। তাহলে পরেশ অধিকারী কোন শর্তে তৃণমূলে যোগ দিয়েছিলেন, আর তাঁর তৃণমূলে যোগদানের কিছুদিনের মধ্যে কীভাবে তাঁর মেয়ের চাকরি হয় পার্সোনালিটি টেস্টে না বসেও। কোন টা ভুল? নাকি মুখ্যমন্ত্রী ইচ্ছা করেই পরেশ অধিকারীর সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা করলেন, সেই প্রশ্নও উঠছে।

বিজেপিকে বিশ্বাস নয়

বিজেপিকে বিশ্বাস নয়

গত লোকসভা নির্বাচনের পরে বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গের মানুষ বিজেপির পাশে দাঁড়িয়েছে। কোথাও কি বিজেপির কথায় উত্তরবঙ্গের মানুষ বেশি প্রভাবিত? তাই কি মুখ্যমন্ত্রী বললেন বিজেপিকে বিশ্বাস করবেন না। বিজেপির কথায় ভুল বুঝবেন না। মুখ্যমন্ত্রী এদিন বিজেপিকে কটাক্ষ করে বলেন ওরা জীবনে কোনওদিন কিছু করেনি, আর কিছু করবেও না। তিনি বলেন, ভুল করলে তাঁরা করেন, আবার তাঁরাই সংশোধন করেন। সেই ক্ষমতা তৃণমূলের রয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি মিথ্যা কথা বলে। তিনি বলেন, বিজেপি ফেক ভিডিও ছাড়ে, কুৎসা রটায়।

চাপের মুখে আত্ম সমালোচনার রাস্তা

চাপের মুখে আত্ম সমালোচনার রাস্তা

একটা সময় রাজ্যে বাম শাসনের শেষের দিকে স্লোগান দেওয়া হয়েছিল আরও উন্নতর বামফ্রন্ট। সেই রাস্তায় আগেই হাঁটতে শুরু করেছে তৃণমূল। কিন্তু যখন সরকারের প্রধান আত্ম সমালোচনা করেন, সেই সময় তা মানুষের ওপরে প্রভাব ফেলে বৈকি!
নিয়োগ দুর্নীতি ছাড়াও হাইকোর্টের আদেশে একাধিক মামলার তদন্ত করছে সিবিআই। যা প্রশাসনের পাশাপাশি সাধারণের ওপর প্রভাব ফেলেছে। ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটানো মমতা বন্দ্যোপাধ্যায় তা বিলক্ষণ জানেন। সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী আত্মসমালোচনা কতটা কাজ দেয় এখন সেটাই দেখার।

বদলে গেল আবহাওয়া! দক্ষিণবঙ্গে স্বাভাবিক সময়ে বর্ষার আগমন নিয়ে প্রশ্ন, উত্তরবঙ্গের পূর্বাভাস একনজরেবদলে গেল আবহাওয়া! দক্ষিণবঙ্গে স্বাভাবিক সময়ে বর্ষার আগমন নিয়ে প্রশ্ন, উত্তরবঙ্গের পূর্বাভাস একনজরে

English summary
Message of self-criticism of CM Mamata Banerjee on her party TMC's meeting in Jalpaiguri and Alipurduar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X