For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বারবার মাইক বিকলে থমকালো তৃণমূলের সভা, 'কিছু তো একটা আছে', ষড়যন্ত্রের আভাস মমতার গলায়

মমতার সভায় বারবার বিঘ্ন, ভাষণের সময় বহুবার মাইকবন্ধ ঘিরে ক্ষুব্ধ দিদির বড় বার্তা

  • |
Google Oneindia Bengali News

কোচবিহারের শীতলকুচির সভায় এদিন পর পর বিঘ্ন ঘটায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমের দিকে জেনারেটরে সমস্যা থেকে পরের দিকে বারবার মাইক বন্ধ ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ক্ষোবে ফেটে পড়েন।

 ক্ষোভে ফেটে পড়েন মমতা

ক্ষোভে ফেটে পড়েন মমতা

'বারেবারে কেন খারাপ হয়? একটা লোক বলতে বলেত যদি তাল কাটে, তাহলে কি কথা বলা যায়? ... ওরা বাচ্ছা ছেলে আমি ক্ষমা করে দিলাম। কিছু তো একটা আছে। আমার মাইক খারাপ করে দিলেও আমার খালি গলা আছে। আমি রয়্যাল বেঙ্গল টাইগার। ' এদিন শীতলকুচির সভায় বারবার মাইক বন্ধ নিয়ে এভাবেই ফেটে পড়েন মমতা। প্রশ্ন তোলেন ষড়যন্ত্রের।

'বিজেপি করে দেয়নি তো?'

'বিজেপি করে দেয়নি তো?'

'বিজেপি করে দেয়নি তো?' বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সময় এদিন কোচবিহারের শীতলকুচিতে মাইক বন্ধ হতে দেখা যায়। একটা সময় জেনারেটার বন্ধ হয়। প্রথমের দিকে দিদি ধৈর্য ধরে রাখলেও পরের দিকে আর তা ঘরে রাখতে পারেননি। একটা সময় জানিয়ে দেন 'কিছু তো একটা আছে।' প্রশ্ন তোলেন এমন বিঘ্ন ঘটাবার জন্য কত টাকা দেওয়া হয়েছে?

ভোটের ৪৮ ঘণ্টা আগে মদের দোকান বন্ধের দাবি

ভোটের ৪৮ ঘণ্টা আগে মদের দোকান বন্ধের দাবি

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শীতলকুচির সভায় দাবি করেন অসম বর্ডার সিল করা হোক। তিনি জানান, ভোটের বিধি মেনে ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে সমস্ত মদের দোকান এলাকায় বন্ধ করা হোক। এই দাবি তিনি নির্বাচন কমিশনের কাছে রাখেন।

'পুলিশ আন্ডারস্ট্যান্ডিং করে বসেছে'

'পুলিশ আন্ডারস্ট্যান্ডিং করে বসেছে'

মমতা এদিন কেন্দ্রীয় বাহিনীকে টার্গেট করে বলেন, 'নন্দীগ্রামে আমাদের ছেলে মেয়েদের খেতে দিচ্ছে না। বিজেপির লোকজনের সঙ্গে বসে খাচ্ছে।'
ক্ষোভের সুরে মমতা দাবি করেন, 'পুলিশের অনেকে আন্ডারস্ট্যান্ডিং করে বসে আছে। আমি কাল আরামবাগ ওসির রোল দেখে নিয়েছি। ' এর সঙ্গেই মমতা বলেন, আমরাও লক্ষ্য রাখব কে কী করছেন?

আরামবাগের ওসির উপর নজর রাখছি, কোচবিহারের সভা থেকে সুজাতাকাণ্ড নিয়ে হুঁশিয়ারি মমতার আরামবাগের ওসির উপর নজর রাখছি, কোচবিহারের সভা থেকে সুজাতাকাণ্ড নিয়ে হুঁশিয়ারি মমতার

English summary
Mamata Banerjee targets BJP from Coochbihar before Forth Phase of polling in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X