For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোয়া যাওয়ার আগে খোশ মেজাজে মমতা, ৮ কিলোমিটার হেঁটে কর্শিয়ংয়ে চায়ের দোকানে জনসংযোগ

গোয়া যাওয়ার আগে খোশ মেজাজে মমতা, ৮ কিলোমিটার হেঁটে কার্শিয়ংয়ে চায়ের দোকানে জনসংযোগ

Google Oneindia Bengali News

দার্জিলিঙে প্রাতর্ভ্রমণে বেরিয়ে জনসংযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে কার্শিয়াঙে সার্কিট হাউস থেকে সকাল ১০টা নাগাদ হাঁটতে বেরোন তিনি। প্রায় ৮ কিলোমিটার পথ হেঁটে তিনি মহানদীতে পৌঁেছন তিনি। ফেরার পথে আবার হাঁটতে হাঁটতেই ফেরেন তিনি। রাস্তার ধারে চায়ের দোকানে বসে চা পান করেন। সেখানে রাস্তার ধারে চায়ের দোকানে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেন তিনি।

Recommended Video

খোস মেজাজে মমতা, ৮ কিলোমিটার হেঁটে কালিম্পংয়ে চায়ের দোকানে জনসংযোগ | Oneindia Bengali

গোয়া যাওয়ার আগে খোস মেজাজে মমতা, ৮ কিলোমিটার হেঁটে কালিম্পংয়ে চায়ের দোকানে জনসংযোগ

আগামিকালের গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে দার্জিলিং শহরে গিয়েছেন তিনি। কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠক করেেছন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ১৬ নভেম্বর থেকে রাজ্যে স্কুল খোলার কথা ঘোষণা করেছেন। তারপরেই তিনি চলে যান কালিম্পংঙে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জিটিএ নির্বাচনের কথা জানিয়েছেন।

বুধবার সকালে কার্শিয়ংয়ের সার্কিট হাউস থেকে হাঁটতে বেরিেয়ছিলেন মমতা। প্রায় ৮ কিলোমিটার পাহাড়ি পথে হেঁেট মহানদীতে পৌঁছন তিনি। আবার হেঁটে ফিরে আসেন। ফেরার পথে রাস্তার ধারে একটি চায়ের দোকানে চা পানের বিরতি নেন। রাস্তার ধারে আম জনতার মতই পা খেতে খেলে গল্প করেন সাধারণের সঙ্গে। এক কথায় জনসংযোগ সারেন তিনি। বিধানসভা ভোটের পর এই প্রথম উত্তর বঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের রাস্তায় এভাবে জনসংযোগ যদিও নতুন নয়। এর আগে একাধিকবার এভাবে জনসংযোগ করতে দেখা গিয়েছে তাঁকে।

পাহাড় থেকে আগামিকাল ফিরেই গোয়া রওনা দেবেন মমতা। সেখানে বড় রাজনৈতিক কর্মসূচি রয়েছে তাঁর। গোয়ায় সংগঠনকে শক্তিশালী করতে তৎপর তৃণমূল কংগ্রেস নেত্রী। মমতা উপস্থিতিতে গোয়ায় একাধিক কংগ্রেস নেতা তৃণমূসে যোগ দিতে পারেন বলে খবর। শোনা যাচ্ছে বর্ষা উসগাঁওকর তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন। তালিকায় রয়েছেন নাফিসা আলি লাকি আলিও। ডেরেক ওব্রায়েনকে গোয়ায় সংগঠন দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে।

কার্শিয়ঙের পথে দিনভর জনসংযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কার্শিয়ং সার্কিট হাউস থেকে সকাল সাড়ে ১০টা নাগাদ হাঁটতে বেরোন তিনি। প্রায় ৮ কিলোমিটার পথ হেঁটে পৌঁছে যান মহানদীতে। সেখান থেকে আবার হেঁটে ফিরে আসেন সার্কিট হাউসে। রাস্তার ধারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। রাস্তার দোকান থেকে চা খান মমতা। আগামীকাল পাহাড় থেকে নেমেই গোয়া সফরে যাবেন তিনি। ধীরে ধীরে ভিন রাজ্যে পা বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে একমাত্র তৃণমূল কংগ্রেসই হারাতে পারে বলে বার্তা দিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য ছটপুজোর দিন উত্তর প্রদেশের বারাণসীতে যাচ্ছেন মমতা। সেখান থেকে ফিরে ফের দার্জিলিঙে যাবেন তিনি।

English summary
Mamata Banerjee take a tea break in Kalimpong after morning walk
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X