For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সম্পর্ক থাকা উচিৎ...'! হিমন্তের সঙ্গে সাক্ষাৎ শেষে কেন এমন বললেন মমতা?

আজ বুধবার দার্জিলিংয়ে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। জিটিএ শপথে'র অনুষ্ঠানে যোগ দিতে গত কয়েকদিন আগে পাহাড়ে উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। রয়েছেন সেখানেই। আর আজ দার্জিলিংয়ে রাজ্যপাল পৌঁছতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেন।

  • |
Google Oneindia Bengali News

দার্জিলিংয়ের রাজভবনে দীর্ঘক্ষণ সময় কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার দার্জিলিংয়ে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। জিটিএ শপথে'র অনুষ্ঠানে যোগ দিতে গত কয়েকদিন আগে পাহাড়ে উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। রয়েছেন সেখানেই। আর আজ দার্জিলিংয়ে রাজ্যপাল পৌঁছতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেন।

মমতা-হিমন্ত বিশ্বশর্মার বৈঠক ঘিরে একাধিক জল্পনা

তাৎপর্যপূর্ণ ভাবে সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ফলে সে জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে শুরু হয় জল্পনা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন এটা সম্পূর্ণ সৌজন্যমূলক সাক্ষাৎ।

কার্যত বৈঠক শেষে দার্জিলিংয়ে রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের প্রশাসনিক প্রধান। আর সেখানে সাংবাদিকদের প্রশ্নে'র উত্তরে তিনি বলেন, একটা চা আর বিস্কুট খেলাম। রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি বলেই দাবি মুখ্যমন্ত্রীর।

শুধু তাই নয়, আগামীকাল বৃহস্পতিবার পাহাড়ে একটি অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যপাল ধনখড়। সেখানে মুখ্যমন্ত্রীর থাকা নিয়ে একটা জল্পনা রয়েছে। যদিও তা এদিন খারিজ করে দিয়েছেন। মমতা জানান, রাজ্যপালের অনুষ্ঠান। আমার থাকা হবে না। ফিরে যাব।

অন্যদিকে সামনেই রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। গত কয়েকদিন আগে এই নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে প্রার্থীর বিষয়ে জানানো হলে ভেবে দেখার কথা জানিয়েছিলেন তিনি। আর এরপরেই অসমে'র মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ! ফলে একাধিক জল্পনা তৈরি হয়।

সেই প্রসঙ্গেই এদিন জিজ্ঞেস করা হলে মুখ্যমন্ত্রী জানান, এই বিষয়েও কোনও কথা হয়নি। তবে হিমন্তের সঙ্গে দেখা নিয়ে তিনি জানান, আমি যখন কামাখ্যাতে গিয়েছিলাম তখন ওরা আমাকে সাহায্য করেছিল। আজ ও আমাকে অসমের উত্তরীয় দিয়েছিল আমিও দিলাম। তবে আমাদের সম্পর্ক থাকা উচিৎ বলে মনে করি।

কারন হিসাবে মমতা জানান, অসমে বাংলার অনেকে থাকেন। আবার অসমের লোকও বাংলাতে থাকে। আবার বাংলা-অসম সীমান্তও আছে বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। ফলে কোনও সমস্যা হলে যোগাযোগ রাখা উচিৎ বলে দাবি তাঁর। তবে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হিমন্তের সঙ্গে কোনও কথা হয়েছে কিনা জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রীর দাবি, কীভাবে হবে...। ওর পার্টি আর আমাদের পার্টি তো আলাদা।

অন্যদিকে অশোক স্তম্ভে সিংহের মুখ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। মোদী সরকারের বিরুদ্ধে মুখ বিতর্কের অভিযোগ বিরোধীদের। যদিও সরকারের দাবি, সবকিছু দেখেই করা হয়েছে। আর এই বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে বলেন, এটা নিয়ে এখনই কিছু বলব না। আগে আমাকে পুরো বিষয়টি দেখতে হবে। স্টাডি করার পরেই এই বিষয়ে প্রতিক্রিয়া বলে দাবি তৃণমূল সুপ্রিমোর।

দার্জিলিংয়ে পা রেখেই মমতাকে ডাকলেন ধনখড়, বৈঠকে থাকলেন হিমন্ত বিশ্বশর্মাও দার্জিলিংয়ে পা রেখেই মমতাকে ডাকলেন ধনখড়, বৈঠকে থাকলেন হিমন্ত বিশ্বশর্মাও

English summary
Mamata Banerjee meets Assam CM Himanta Biswa Sharma at Darjeeling at wednesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X