For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোর্চার পর কি হামরো পার্টিকে দলে টানতে চাইছে তৃণমূল! মমতার বৈঠক-বার্তায় জল্পনা

মোর্চার পর কি হামরো পার্টিকে দলে টানতে চাইছে তৃণমূল! মমতার বৈঠক-বার্তায় জল্পনা

Google Oneindia Bengali News

পাহাড় রাজনীতি কি এবার অন্য কাতে বইতে শুরু করবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফরের আগে হঠাৎ করেই জল্পনার বাতাবরণ তৈরি হয়েছে। মমতা বন্যো় পাধ্যায় শিলিগুড়িতে পাহাড়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের যে বার্তা দিলেন, তাতেই স্পষ্ট পাহাড়ে এবার নতুন সমীকরণ গড়ে উঠতে চলেছে।

গুরুংয়ের জায়গায় পাহাড়ের নেতা এডওয়ার্ডস

গুরুংয়ের জায়গায় পাহাড়ের নেতা এডওয়ার্ডস

পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার কর্তৃত্বে ভাটা পড়েছিল আগেই। গোর্খা জনমুক্তি মোর্চা প্রদান বিমল গুরুং পাহাড় ছাড়া হতেই ভিত নড়ে গিয়েছিল। তারপর বিমল গুরুংয়ের ডানহাত ও বামহাত বিনয় তামাং ও অনীত থাপাকে নিজেদের দিকে টেনে নিয়ে মোর্চাকে দু-ভাগে ভাগ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ি। এখন বিমল গুরুংরা বহু ভাগে বিভক্ত। সেই শূন্যস্থানে পাহাড়ের নেতা হিসেবে হঠাৎ উত্থান হয়েছে অজয় এডওয়ার্ডসের।

পাহাড়ের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীকে টার্গেট মমতার

পাহাড়ের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীকে টার্গেট মমতার

পাহাড়ে বিরাট পরিবর্তন ঘটে গিয়েছে সাম্প্রতিক পুরসভা নির্বাচনে। গোর্খা জনমুক্তি মোর্চাকে সরিয়ে পাহাড়ে উত্থান হয়েছে হামরো পার্টির। মাত্র তিনমাস আগে আত্মপ্রকাশ করেই পাহাড়ের শাসনভার হাতে তুলে নিয়েছে তারা। দার্জিলিং পুরসভায় জয়ী হয়েছে হামরো পার্টি। গোর্খা জনমুক্তি মোর্চাকে তৃতীয়স্থানে পাঠিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা।

হামরো পার্টির সঙ্গে তৃণমূলের সম্পর্কে কোন খাতে

হামরো পার্টির সঙ্গে তৃণমূলের সম্পর্কে কোন খাতে

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে জল্পনা পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। শাসকদল তৃণমূল কংগ্রসের সঙ্গে পাহাড়ের এক নম্বর ও দু নম্বর দলের নতুন সমীকরণ গড়ে উঠতে পারে। মোর্চার সঙ্গে তো অলিখিত জোট রয়েইছে তৃণমূলের। গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সুপ্রিমো অনীত থাপার সঙ্গে তৃণমূলের সখ্যতার সম্পর্ক আগেই ঘোষিত। এখন দেখার হামরো পার্টির সঙ্গে তৃণমূলের সম্পর্কে কোন খাতে বয়ে যায়।

হামরো পার্টি সঙ্গে সখ্যতা গড়ে উঠবে বাংলার শাসকদলের

হামরো পার্টি সঙ্গে সখ্যতা গড়ে উঠবে বাংলার শাসকদলের

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার পাহাড় সফরে গিয়েছেন। তিনি রবিবারই পা রাখছেন পাহাড়ে। সেখানে তিনি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠকও করবেন। সেই বৈঠক নিয়েই জল্পনা শুরু হয়েছে, তবে কি পাহাড়ে এবার রাজনৈতিক সমীকরণ বদলাতে চলেছে। পাহাড়ে উত্থান হওয়া হামরো পার্টি সঙ্গে সখ্যতা গড়ে উঠবে বাংলার শাসকদল তৃণমূলের।

কংগ্রেসের তরফে হামরো পার্টির উদ্দেশে জোট বার্তা আগেই

কংগ্রেসের তরফে হামরো পার্টির উদ্দেশে জোট বার্তা আগেই

এর আগে কংগ্রেসের তরফে হামরো পার্টির উদ্দেশে জানানো হয়েছে, তারা একসঙ্গে চলতে উৎসাহী। পাহাড়ের উন্নয়নের স্বার্থে যদি কংগ্রেস ও হামরো পার্টি হাত ধরাধরি করে চলে, তবে তা সার্বিকভাবে শুভদায়ক হবে। এর আগে বিজেপি ও তৃণমূলের সঙ্গে পাহাড়ের শাসকরা ক্ষমতা বণ্টন করে দেখেছেন, কোনও ফায়দা হয়নি। এবার নতুন যুগের সূচনায় নতুন এই জোট গড়ে তোলা যেতেই পারে।

পাহাড়ের রাজনীতিতে তৃণমূলকে বাঁধতে পারেন কোন সমীকরণে

পাহাড়ের রাজনীতিতে তৃণমূলকে বাঁধতে পারেন কোন সমীকরণে

তবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুযোগ দেবেন না অন্য কোনও প্রতিষ্ঠালব্ধ বিরোধী দলকে। পুরসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরই তিনি জিটিএ নির্বাচন নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন শিলিগুড়ির মঞ্চ থেকে। তারপর পাহাড়ের পঞ্চায়েত নিয়েও তিনি ইচ্ছাপ্রকাশ করে কেন্দ্রীয় কোর্টে বল ফেলেছেন। এখন হামরো পার্টির সঙ্গে কোনও সমীকরণে তিনি পাহাড়ের রাজনীতিতে তৃণমূলকে বাঁধতে পারেন, তা নিয়েই চলছে জল্পনা।

অজয় এডওয়ার্ড আর অনীত থাপাকে কাছে টানার উদ্যোগ

অজয় এডওয়ার্ড আর অনীত থাপাকে কাছে টানার উদ্যোগ

উল্লেখ্য, পাহাড়ের হামরো পার্টি পুরসভা দখল করেছে। কোনও লড়াই দিতে পারেনি বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা। বরং অনেক বেশি লড়াই দিয়েছে গোর্খা জনমুক্তি মো্র্চা ছেড়ে নতুন পার্টি গড়ে তোলা অনীত থাপা। তাঁর গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সঙ্গে মূলত লড়াই হয়েছে আর এক নতুন গজিয়ে ওঠা হামরো পার্টির। অজয় এডওয়ার্ড প্রথম আবির্ভাবেই বাজিমাত করেছেন। বিশেষ সূত্রের খবর হামরো পার্টির নেতাদের সঙ্গে পাহাড় সফরে আলোচনায় বসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বসতে পারেন অনীত থাপার দল গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সঙ্গেও।

 দেউচা-পাঁচামি আটকাতে রামপুরহাটে ষড়যন্ত্র! উন্নয়ন-কর্মসংস্থান নিয়ে বিরোধীদের নিশানা মমতার দেউচা-পাঁচামি আটকাতে রামপুরহাটে ষড়যন্ত্র! উন্নয়ন-কর্মসংস্থান নিয়ে বিরোধীদের নিশানা মমতার

English summary
Mamata Banerjee increases speculation to build alliance with Hamro party in hill
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X