For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরভোটে পরিবর্তনের পরই মমতা যাচ্ছেন পাহাড় সফরে, জোট সমীকরণ বদলের জল্পনা

পাহাড় রাজনীতিতে বিরাট পরিবর্তন ঘটে গিয়েছে। সম্প্রতি পুরসভা নির্বাচনে দেখা গিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চাকে সরিয়ে পাহাড়ে উত্থান হয়েছে হামরো পার্টি। মাত্র তিনমাস আগে আত্মপ্রকাশ করেই পাহাড়ের শাসনভার হাতে তুলে নিয়েছে তারা।

Google Oneindia Bengali News

পাহাড় রাজনীতিতে বিরাট পরিবর্তন ঘটে গিয়েছে। সম্প্রতি পুরসভা নির্বাচনে দেখা গিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চাকে সরিয়ে পাহাড়ে উত্থান হয়েছে হামরো পার্টি। মাত্র তিনমাস আগে আত্মপ্রকাশ করেই পাহাড়ের শাসনভার হাতে তুলে নিয়েছে তারা। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে জল্পনা পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে।

পুর-নির্বাচনে পরিবর্তন, মমতার পাহাড় সফরে বদলাবে সমীকরণ

তৃতীয়বার ক্ষমতায় আসার পর এখনও একবার পাহাড় সফরে যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় এক বছর পর তিনি রবিবার পা রাখছেন পাহাড়ে। পাহাড়ে তিনি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। সেইসঙ্গে তিনি রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠকও করবেন। সেই বৈঠক নিয়েই জল্পনা শুরু হয়েছে, তবে কি পাহাড়ে এবার রাজনৈতিক সমীকরণ বদলাতে চলেছে।

২৭ মার্চ অর্থাৎ রবিবার বাগডোগরা হয়ে তিনি শিলিগুড়ি পৌঁছবেন। শিলিগুড়ির উত্তরা গ্রাউন্ডে একটি সরকারি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। তারপর তিনি দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। সোমবার তিনি পাহাড়ে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠককে ঘিরেই পারদ চড়েছে জল্পনার।

এরপর তিনি ২৯ মার্চ অর্থাৎ মঙ্গলবার দার্জিলিং চৌরাস্তা মোড়ে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। ৩০ মার্চ তিনি জিটিএ নিয়ে একটি বৈঠক করবেন। ৩১ মার্চ তিনি শিলিগুড়িতে ফিরবেন। তার পরের দিন ১ এপ্রিল কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ কর্মসূচি নিয়ে তিনি পাহাড় তথা উত্তরবঙ্গ সফরে গেলেও রাজনৈতির মহল মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় জিটিএ ও পঞ্চায়েত নির্বাচন নিয়ে বড় ঘোষণা করতে পারেন।

মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরই জিটিএ নির্বাচন নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন। রাজনৈতিক মহল মনে করছে এবারের পাহাড় সফর থেকেই তিনি বড় কোনও ঘোষণা করে দিতে পারেন। আর জিটিএ নির্বাচনের আগে পাহাড়ের রাজনৈতিক সমীকরণে কোনও গুরুত্বপূর্ণ বদল আসতে পারে।

এবার পাহাড়ের হামরো পার্টি পুরসভা দখল করেছে। কোনও লড়াই দিতে পারেনি বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা। বরং অনেক বেশি লড়াই দিয়েছে গোর্খা জনমুক্তি মো্র্চা ছেড়ে নতুন পার্টি গড়ে তোলা অনীত থাপা। তাঁর গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সঙ্গে মূলত লড়াই হয়েছে আর এক নতুন গজিয়ে ওঠা হামরো পার্টির। অজয় এডওয়ার্ড প্রথম আবির্ভাবেই বাজিমাত করেছেন।

বিশেষ সূত্রের খবর হামরো পার্টির নেতাদের সঙ্গে পাহাড় সফরে আলোচনায় বসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনীত থাপার দল গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সঙ্গেও তিনি বৈঠক করতে পারেন। তারপর গোর্খা জনমুক্তি মোর্চা তো রয়েছেই। তাই সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেজিকেই তাকিয়ে পাহাড়। ইতিমধ্যেই হামরো পার্টিকে জোট প্রস্তাব দিয়ে রেখেছে কংগ্রেস। এখন তৃণমূলের তরফে কোন খেলা চলে পাহাড়ে, তার উপর নির্ভত করবে পুরো পাহাড়ের সমীকরণ।

English summary
Mamata Banerjee going to Darjeeling to change in hill politics after Hamro party’s risen.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X