প্রবল বর্ষণে সেবকে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন কালিম্পং-সিকিম, জারি হল কমলা সতর্কতা
প্রবল দুর্যোগ শুরু হয়েছে উত্তরবঙ্গে। জারি হয়েছে কমলা সতর্কতা। এরই মধ্যে শিলিগুড়ির সেবক রোডে ধস নেমেছে। সেবক কালীবাড়ির কাছে ধস নামে প্রবল বর্ষণের কারণে। যার জেরে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচলা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিকিম ও কালিম্পং সড়ক যোগাযোগ।

রাস্তার দুধারে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এদিকে আবার ১০ ও ৩১ নম্বর জাতীয় সড়কেও ধস নেমেছে। ২৯ মাইলের কাছে গত তিনদিন ধরে চানা ধস নামায় যান চলাচল বন্ধ রয়েছে। যদিএ পরে সেই রাস্তায় যান চলাচল শুরু হয়েছে বলে জানা গিয়েছে। সকাল থেকেই উত্তর বঙ্গের বিভিন্ন জায়গায় প্রবল বর্ষণ শুরু হয়েছে।
গভীর নিম্নচাপের কারণে উত্তরবঙ্গে বর্ষণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের একাধিক জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বর্ষণ শুরু হওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গে। বিশেষ করে পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা তৈরি হয়েছে। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার কথা বলা হয়েছে। প্রশাসনের তরফ থেকেই পরিস্থিিতর উপর নজর রাখা হচ্ছে। এদিকে বিভিন্ন নদীর জন বাড়তে শুরু করেছে।
উত্তরবঙ্গের সঙ্গে দুর্যোগ দক্ষিণবঙ্গেও, এখনও জারি অরেঞ্জ ওয়ার্নিং! কবে কমবে বৃষ্টি, যা বলছে আবহাওয়া