west bengal assembly election 2021 tmc north bengal malda darjeeling পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ উত্তরবঙ্গ কোচবিহার দার্জিলিং
উত্তরবঙ্গের ৭ জেলায় তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা একনজরে
চলতি মাসেই রাজ্যজুড়ে শুরু হয়ে যাচ্ছে বিধানসভা নির্বাচনা। ২৭ মার্চ থেকে গোটা রাজ্যজুড়ে মোট আট দফায় ভোট গ্রহণের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে শুক্রবারই তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করলেন মমতা বন্দোপাধ্যায়। উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, গোটা রাজ্যেই প্রার্থী তালিকায় একাধিক বড়সড় রদবদল এনেছে তৃণমূল। একজনরে উত্তরবঙ্গের তৃণমূল-কংগ্রেসের প্রার্থী তালিকা দেখে নিন।

কোচবিহারে কে কোথায় লড়ছেন দেখে নিন
আসন্ন নির্বাচনে উত্তরবঙ্গের কোচবিহার জেলার মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন পরেশ চন্দ্র অধিকারী। মাথাভাঙ্গা থেকে লড়ছেন গিরিন্দ্র নাথ বর্মন। কোচবিহার উত্তরে লড়ছেন বিনয় কৃষ্ণ বর্মন। কোচবিহার দক্ষিণে কোচবিহার অভিজিৎ দে ভৌমিক। শীতলকুচিতে পার্থ প্রতিম রায়। সিতাই থেকে লড়ছেন জগদীশ চন্দ্র বার্মা বসুনিয়া। দিনহাটায় উদয়ন গুহ। নাতাবাড়ি থেকে লড়ছেন রবীন্দ্র নাথ ঘোষ। তুফানগঞ্জে এবারের তৃমমূল কংগ্রেস প্রার্থী প্রণব কুমার দে।

এক নজরে আলিপুরদুয়ারের প্রার্থী তালিকা
কোচাবিহারের পরেই আসন্ন নির্বাচনে রাজ্যবাসীর নডর থাকবে আলিপুরদুয়ারের উপরে। এই জেলায় কুমারগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন আলিপুরদুয়ার লিওস কুজুর। কালচিনি থেকে লড়ছেন পাশাং লামা। আলিপুরদুয়ারে লড়ছেন সৌরভ চক্রবর্তী। ফালাকাটায় সুভাষ রায়। মাদারিহাটে রাজেশ লাকড়া।

জলপাইগুড়িতে তৃণমূলের প্রার্থী তালিকা
অন্যদিকে উত্তরবঙ্গের আর এক জেলা জলপাইগুড়ির ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রে লড়ছেন মিতালী রায়। মায়নাগুড়িতে মনোজ রায়। জলপাইগুড়িতে লড়ছেন ডাঃ প্রদীপ কুমার বর্মা। রাজগঞ্জে খগেশ্বর রায়। দেবগ্রাম-ফুলবাড়িতে লড়ছেন হেভিওয়েট প্রার্থী গৌতম দেব। মালে তৃণমূলের টিকিটে লড়ছেন বুলু চিক বারিক। নাগরকাটায় জোসেফ মুন্ডা।

দার্জিলিংয়ে কে কোথায় লড়ছেন
অন্যদিকে পাহাড়ের তিনটি বিধানসভা কেন্দ্রে দার্জিলিং, কার্শিয়ং এবং কালিম্পংয়ে প্রার্থী দিচ্ছেন বিমল গুরুঙ্গ। পাশাপাশি মাটিগাড়া-নকশালবাড়িতে তৃণমূলের টিকিটে লড়ছেন ক্যাপ্টেন নলিনী রঞ্জন রায়। শিলিগুড়িতে লড়ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ ওমপ্রকাশ মিশ্র। ফাঁসিদেওয়াতে লড়ছেন ছোটন কিস্কু।

উত্তর দিনাজপুরে তৃণমূলের প্রার্থী তালিকা
অন্যদিকে উত্তর দিনাজপুর চোপড়ায় লড়ছেন হামিদুল রহমান। ইসলামপুরে আব্দুল করিম চৌধুরী। গোলপোখারে গোলাম রাব্বানী। চকুলিয়ায় মিনহাজুল আরফিন আজাদ। করনদীঘিতে গৌতম পাল। হেমতাবাদে সত্যজিৎ বর্মন। কালিয়াগঞ্জে তপন দেব সিংহ। রায়গঞ্জে কানাইয়া লাল আগরওয়াল। ইটাহারে মোসারাফ হোসেন।

দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের প্রার্থী তালিকা
দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে তৃণমূল-কংগ্রেসের টিকিটে লড়ছেন রেখা রায়। কুমারগঞ্জে তোরাফ হোসেন মন্ডল। বালুরঘাটে লড়বেন শেখর দাশগুপ্ত। তপনে লড়ছেন কল্পনা কিস্কু। গঙ্গারামপুরে দাঁড়াচ্ছেন গৌতম দাস। হরিরামপুরে লড়ছেন বিপ্লব মিত্র।

একনজরে মালদার প্রার্থী তালিকা
পাশাপাশি মালাদাতেও তৃণমূল কংগ্রসের তরফে বেশ কিঠু হেভিওয়েট প্রার্থী দাঁড় করানো হয়েছে। মালদার হাবিবপুরে লড়ছেন সরলা মুর্মু। গাজোলে লড়ছেন বাসন্তী বর্মন। চঞ্চলে লড়ছেন নীহার রঞ্জন ঘোষ। হরিশচন্দ্রপুরে তাজমুল হোসেন। মালতীপুরে আবদুর রহিম বক্সী। রতুয়ায় দাঁড়াচ্ছেন সমর মুখোপাধ্যায়। মানিকচকে সাবিত্রী মিত্র। মালদহে উজ্জল চৌধুরী। ইংলিশ বাজারে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মঠবাড়িতে সাবিনা ইয়াসমিন। সুজাপুরে মহম্মদ আব্দুল গনি। বৈষ্ণবনগরে দাড়াচ্ছেন চান্দনা সরকার।

এটা স্মাইলি ইলেকশন! কেন এমন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়