ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫টি দোকান, শতাব্দীপ্রাচীন লাইব্রেরির অল্পে রক্ষা
দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীররাতে হঠাৎই এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের থানা রোড সংলগ্ন এলাকায়। তাতেই পুরো ভস্মীভূত হয়ে যায় এই পাঁচটি দোকান। তবে অল্পের জন্য রক্ষা পেল ময়নাগুড়ির শতাব্দীপ্রাচীন রাধিকা লাইব্রেরী।

স্থানীয়দের বক্তব্য, এদিন সব দোকান পাঠ বন্ধ করে চলে গিয়ে যায় ব্যবসায়ীরা। তার পরেই গভীর রাতে এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। প্রথমে আগুন দেখতে পান স্থানীয়রা। তারপরেই আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় দমকল বাহিনী ও স্থানীয় পুলিশকে। নিজেরাও আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। পরে দমকল কর্মীরা এসে নিস্পত্তি করে আগুনের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার পর এদিন , রবিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসেছেন ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সজল কুমার বিশ্বাস ও ময়নাগুড়ির ১ নম্বর ব্লক সভাপতি মনোজ রায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তাঁরা।
২০২১-এর লক্ষ্যে তৎপরতা! শীঘ্রই মিলতে পারে পুরোহিত ভাতা, সমীক্ষায় সাহায্য পিকের টিমের
