For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রাঢ়বঙ্গও উন্নয়ন থেকে বঞ্চিত', বিজেপি সাংসদের মন্তব্য বিতর্কের ঝড়, FIR সৌমিত্রের বিরুদ্ধে

'রাঢ়বঙ্গও উন্নয়ন থেকে বঞ্চিত', বিজেপি সাংসদের মন্তব্য বিতর্কের ঝড়, FIR সৌমিত্রের বিরুদ্ধে

  • |
Google Oneindia Bengali News

বঙ্গভঙ্গের আওয়াজ উঠতে শুরু করেছে। গত কয়েকদিন আগেই উত্তরবঙ্গ ভেঙে আলাদা রাজ্য তৈরির দাবি তুলেছেন বিজেপি সাংসদ জন বার্লা। তাঁর দাবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ইতিমধ্যে তাঁর দাবিকে সমর্থন জানিয়েছেন উত্তরের একাধিক বিজেপি বিধায়ক। যদিও দিলীপ ঘোষের দাবি, এহেন বক্তব্য দলের নয়। হতাশা থেকে বলছেন বলেও পালটা দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি। আর এই বিতর্কের মধ্যেই নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

বিজেপি সাংসদের মন্তব্যে বিতর্ক!

বিজেপি সাংসদের মন্তব্যে বিতর্ক!

বিজেপি সাংসদের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নয়া বিতর্ক। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলেন, উত্তরবঙ্গ পৃথক রাজ্যের দাবি ওঠার পর জঙ্গলমহলেও একই দাবি উঠতে পারে। তাঁর মতে, "রাঢ়বঙ্গও উন্নয়ন থেকে বঞ্চিত। এখানকার কোনও যুবকের চাকরি হয় না। এখানকার সম্পদ নিয়ে যাওয়া হয় অন্যত্র। কিন্তু উন্নয়নের লেশমাত্র নেই। এখন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম নিয়ে পৃথক রাজ্যের দাবি উঠতেই পারে।" এহেন মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। শাসকদলের তরফে এহেন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভোটে জিততে না পেরে প্রতিহিংসার রাজনীতি হচ্ছে বলেও অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফে। যদিও তাঁর এই মন্তব্য থেকে সরে আসতে নারাজ সৌমিত্র।

উস্কানিমুলক মন্তব্যের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ

উস্কানিমুলক মন্তব্যের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ

সৌমিত্র খাঁ, জন বার্লার মধ্যে তীব্র বিতর্ক। তাঁদের মন্তব্যে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। আগুন জ্বলতে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গে। আর তাই উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পুলিশের দ্বারস্থ তৃণমূল। আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের হয় বিজেপি দুই সাংসদের বিরুদ্ধে। ইতিমধ্যে সাংসদ জন বার্লার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। এবার সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধেও লিখিত অভিযোগ পুলিশের কাছে। আলিপুরদুয়ারে বিজেপি সাংসদের কাছে অভিযোগ দায়ের করেছেন আলিপুরদুয়ারের জেলা যুব তৃণমূল সভাপতি বাবলু কর।

আইনশৃঙ্খলার অবনতি হতে পারে

আইনশৃঙ্খলার অবনতি হতে পারে

জন বার্লা, সৌমিত্র খাঁয়ের মন্তব্যে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। দুই সাংসদের মন্তব্যের পর অনেকেই সোশ্যাল মিডিয়াতে নানারকম মন্তব্য করছেণ। যা মোটে গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয় বলে মনে করা হচ্ছে। আর সেই কারণে দুই সাংসদকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ওই তৃণমূল নেতা। পুলিশের তরফে জানা গিয়েছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনের স্বার্থে দুই সাংসদকে তলব করা হতে পারে বলেও জানা যাচ্ছে।

বিজেপি বঙ্গভঙ্গের কথা বলেনি

বিজেপি বঙ্গভঙ্গের কথা বলেনি

বিজেপি কখনও রাজ্য ভাগের কথা বলেনি। দল সমর্থনও করে না এই ধরনের মন্তব্যকে। নতুন করে ফের একবার জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে তাঁর দাবি, সাংসদরা হতাশা থেকে বলছেন। উন্নয়ন নেই। চাকরি নেই। আর সেই কারণে মন্তব্য হতাশা থেকে বেরিয়ে আসছে বলে দাবি বিজেপির।

নারদ মামলায় সুপ্রিম কোর্টে মমতার আবেদনের শুনানি, নিজেকে সরিয়ে নিলেন বিচারপতি অনিরুদ্ধ বসুনারদ মামলায় সুপ্রিম কোর্টে মমতার আবেদনের শুনানি, নিজেকে সরিয়ে নিলেন বিচারপতি অনিরুদ্ধ বসু

English summary
fir against bjps soumitra khan at alipurduar ps
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X