For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাকরি থেকে বরখাস্ত করেও রেহাই নেই, পরেশ কন্যা অঙ্কিতাকে ৯ ঘণ্টা ধরে জেরা ইডির

চাকরি থেকে বরখাস্ত করেও রেহাই নেই, পরেশ কন্যা অঙ্কিতাকে ৯ ঘণ্টা ধরে জেরা ইডির

Google Oneindia Bengali News

সকাল থেকে এসএসসি দুর্নীতি কাণ্ড নিয়ে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি। শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতে হানা দিয়েছে ইডি। সেখানে প্রায় ৯ ঘণ্টা ধরে জেরা করা হচ্ছে পরেশ কন্যা অঙ্কিতাকে। এসএসসি দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছিল তার। বেআইনি ভাবে চাকরি পাওয়ার অভিযোগে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে আদালতের নির্দেশে।

৯ ঘণ্টা ধরে জেরা

৯ ঘণ্টা ধরে জেরা

সকাল থেকে পরেশ অধিকারীর বাড়িতে চলছে ইডি তল্লাশি। কোচবিহারের মেখলিগঞ্জের বাড়ি হানা দিয়েছেন ইডি আধিকারীকরা। পরেশ অধিকারী সেখানে নেই। তিনি কলকাতায় রয়েছেন। সেখানে রয়েছেন তাঁর মেয়ে অঙ্কিতা। তাঁকে প্রায় ৯ ঘণ্টা ধরে জেরা করে চলেছেন ইডি অফিসাররা। অঙ্কিতাকে বেআইনি ভাবে এসএসসির মাধ্যমে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে। যদিও হাইকোর্টের নির্দেশে সেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাঁকে।

পরেশের কটাক্ষ

পরেশের কটাক্ষ

একুশের জুলাইয়ের পরেই হঠাৎ করে ইডির এই তৎপরতা নিয়ে কটাক্ষ করেছেন মন্ত্রী পরেশ অধিকারী। তিনি দাবি করেছেন কোনও রকম নোটিস না দিয়েই ইডির এই হানার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত রয়েছে। তিনি বলেছেন বাড়ির কারোর সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছেন না। তিনি সেখানে নেই না হলে ইডির অফিসারদেরদের এক থালা মুড়ি খেতে দিতেন। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্রের জিএসটি বাড়ানো নিয়ে কটাক্ষ করে বলেছিলেন এবার বাড়িতে ইডি সিবিআই এলে এক থালা মুড়ি খেতে দেবেন।

পার্থ চট্টোপাধ্যাকে জেরা

পার্থ চট্টোপাধ্যাকে জেরা

এসএসসি কাণ্ডে টিএমসি মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। তাঁকে প্রায় ৮ ঘণ্টা ধরে জেরা করে চলেছেন আধিকারীকরা। এরই মাঝে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। বাড়িতেই চিকিৎসক ডেকে িচকিৎসা করা হয়। এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁকে একাধিকবার জেরা করেছে সিবিআই। প্রসঙ্গত উল্লেখ্য আদালতে রক্ষা কবচের আবেদন করেছিলেন পার্থ। সেটাও খারিজ হয়ে গিয়েছে। কাজেই যেকোনও মুহুর্তে গ্রেফতার হতে পারেন তিিন।

পার্থর আত্মীেয়র বাড়িতে ইডি

পার্থর আত্মীেয়র বাড়িতে ইডি

এরই মধ্যে আবার মেদিনীপুরে পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়ের বাড়িতেও হানা দিয়েছে ইডি। পশ্চিম মেদিনীপুরের পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের মামাবাড়িতে হানা দিয়েছে ইডি। ৬-৭ জনের দল পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়ের বাড়িতে হানা দেয়। সেখােন বাড়ির সদস্যদের জেরা করে তাঁরা। তদন্ত কারীদের অনুমান চাকরি দেওয়ার নাম করে বেআইনি আর্থিক লেনদেন হয়েছে। তা মন্ত্রীদের পরিবারেও ছড়িয়ে পড়েছে।

English summary
ED introgate Paresh Adhikari' daughter Ankita
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X