For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডুয়ার্সের আবেগ নিশ্চয় বুঝবেন মমতা, চিঠি লিখছেন দাবিপূরণে আশাবাদী ধূপগুড়িবাসী

ডুয়ার্সের আবেগ নিশ্চয় বুঝবেন মমতা, চিঠি লিখছেন দাবিপূরণে আশাবাদী ধূপগুড়িবাসী

Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় কালিম্পং আলাদা জেলা হয়েছে, জলপাইগুড়ি থেকে ভেঙে আলিপুরদুয়ারও মর্যাদা পেয়েছে পূর্ণ জেলার। কিন্তু জলপাইগুড়ি জেলার একাংশের দাবি মেনে মহকুমা হয়নি ধূপগুড়ি। বাম জমানা থেকে এই দাবি উঠে আসছে, কিন্তু তা মান্যতা পায়নি আজও। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের পাহাড়ের সফরের আগে সেই দাবি আরও জোরালো হয়েছে।

আবেগের কথা জানেন বাংলার মুখ্যমন্ত্রী

আবেগের কথা জানেন বাংলার মুখ্যমন্ত্রী

ধূপগুড়িকে মহকুমার মর্যাদা দেওয়া নিয়ে একটা আবেগ জড়িয়ে রয়েছে ডুয়ার্সবাসীর। সেই আবেগের কথা জানেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম পাহাড় সফরে এসে তিনি ধূপগুড়িকে মহকুমায় উন্নীত করার সিদ্ধান্ত ঘোষণা করেন কি না। মুখ্যমন্ত্রী ৬ দিনের সফরের দিকে তাকিয়ে ধূপগুড়িবাসী।

মমতার সভার দিকেই তাকিয়ে ধূপগুড়িবাসী

মমতার সভার দিকেই তাকিয়ে ধূপগুড়িবাসী

তবে নবান্নের তরফে এমন কোনও ইঙ্গিত মেলেনি। তিনি শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানে এদিন যোগ দিয়ে এমন কোনও কথা বলেননি। তবে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য যে নির্দিষ্ট বার্তা দিয়েছেন। তবে মুখ্যমন্ত্রীর এই ৬ দিনের সফরে জলপাইগুড়ির গোঁসাইপুরেও রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। সেই সভার দিকেই তাকিয়ে ছিল ধূপগুড়িবাসী।

ডুয়ার্সের আবেগ প্রসঙ্গে কী বার্তা দেন মমতা

ডুয়ার্সের আবেগ প্রসঙ্গে কী বার্তা দেন মমতা

তবে এদিন শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানে তাঁর পাহাড় সফরের কর্মসূচি নিয়ে যে বিবৃতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে জিটিএ, পঞ্চায়েত নির্বাচন নিয়ে ইঙ্গিত দিলেও ধূপগুড়ি নিয়ে কোনও আভাস দেননি। তাই এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ধূপগুড়ি তথা ডুয়ার্সের আবেগ প্রসঙ্গে পাহাড়ের বাকি কর্মসূচি থেকে কী বার্তা দেন সেটাই দেখার।

জলপাইগুড়ির একাংশ মানুষ দ্বিতীয় দাবি উত্থাপন করেছেন

জলপাইগুড়ির একাংশ মানুষ দ্বিতীয় দাবি উত্থাপন করেছেন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি ভেঙে পৃথক জেলা হিসেবে আলিপুরদুয়ার গঠন করেছেন। এই দাবিও ছিল কয়েক দশকের পুরনো। তা মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর দাবিপূরণ করেছেন। এখন তৃতীয়বার সরকার গঠনের পর জলপাইগুড়ির একাংশ মানুষ দ্বিতীয় দাবি উত্থাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।

ডুয়ার্সবাসী মনে করেন, ধূপগুড়িও মহকুমা হবে

ডুয়ার্সবাসী মনে করেন, ধূপগুড়িও মহকুমা হবে

ডুয়ার্সবাসীরা এখনও মনে করেন, যদি ধূপগুড়িকে কেউ মহকুমা হিসেবে উন্নীত করেন, তবে তা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। কেননা তিনি কথা দিলে কথা রাখেন। তিনি তাই আলিপুরদুয়ারকে পৃথক জেলা করেছেন। তিনি কথা দিয়েছেন ফালাকাটা ও ময়নাগুড়ি পৃথক পুরসভা হবে। ডুয়ার্সবাসী মনে করেন, ধূপগুড়িও মহকুমা হবে।

শুধু মৌখিক আবেদন বা প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ নেই

শুধু মৌখিক আবেদন বা প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ নেই

মুখ্যমন্ত্রী মমতা বন্যোা পাধ্যায়ের হাতে জলপাইগুড়ির গোঁসাইপুরের মঞ্চে সএই মর্মে একটি আবেদন সম্বলিত চিঠি তুলে দিতে পারেন ধূপগুড়ির বাসিন্দারা। শনিবার সন্ধ্যায় ধূপগুড়ি শহরে এই সংক্রান্ত একটি মিছিল বের করা হয়। মিছিলটি গোটা ধূপগুড়ি প্রদক্ষিণ করে। এখনও আর শুধু মৌখিক আবেদন বা প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থাকছে না ধূপগুড়ির দাবি।

English summary
Dhupguri’s people writing letter to CM Mamata Banerjee with emotion of Duars
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X