For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংরেজবাজারে বাজির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড! ধোঁয়ায় ঢেকেছে এলাকা, ঝলসে মৃত্যু ২ জনের

Google Oneindia Bengali News

মালদহের ইংরেজবাজারে বাজির দোকানে বিস্ফোরণের পরে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে ঝলসে দু'জনের মৃত্যু হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। খবর পেয়ে সেখানে যান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।

এদিন সকাল ছটা নাগাদ ইংরেজবাজার রথবাড়ির নেতাজি পুরবাজারে হঠাইৎ আগুন লাগে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণের শব্দ শোনা যায়। খবর যায় দমকলে। স্থানীরাও ভিড় করেন। তবে বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়ায় এলাকায়। এছাড়াও বাজার ঘিঞ্জি হওয়ায় অন্য দোকানেও আগুন ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার বাকি দোকানদাররাও।

 ইংরেজবাজারে বাজির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড! ধোঁয়ায় ঢেকেছে এলাকা, ঝলসে মৃত্যু ১ জনের

প্রথমেই সেখানে কাজ শুরু করে দুটি দমকল। এরপর আগুনের ভয়াবহতায় দমকলের সংখ্যা বাড়ে। দোকানের সাটার ভাঙতেই একজনের ঝলসানো মৃতদেহ উদ্ধার করা হয়। পরে আরেকজনের মৃত্যু হয়। তবে ঘিঞ্জি বাজারে কীভাবে বাজি মজুত তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনাস্থলে যাওয়া ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী জানিয়েছেন, দোকানের লাইসেন্স খতিয়ে দেখা হবে। এছাড়াও বাজি মজুতের পর্যাপ্ত কাগজপত্র ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে।

 ইংরেজবাজারে বাজির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড! ধোঁয়ায় ঢেকেছে এলাকা, ঝলসে মৃত্যু ১ জনের

চার জেলার এগরা, বজবজ, দুবরাজপুরের পরে এবার ইংরেজবাজারে গত সাতদিনে বাজির জন্য হওয়া বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৫। এর মধ্যে এগরায় হওয়া বিস্ফোরণে মৃত ১১। এদিকে সোমবার দুবরাজপুরের বিস্ফোরণে এদিন ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক দল। তৃণমূল নেতার বাড়িতে বোমা তৈরির পাশাপাশি বোমা মজুত করা হয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের।

English summary
Devastating fire broke out in a fire cracker shop in Englishbazar, several explosions
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X