For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার সরাসরি বাগডোগরা বিমানবন্দর থেকে এসি বাসে পৌঁছানো যাবে শৈলশহর দার্জিলিংয়ে

  • |
Google Oneindia Bengali News

চলতি বছরের ৬ জুন থেকে শুরু হয়েছে এই পরিষেবা। ১২ আসন বিশিষ্ট এই বাসে মোট এগারো জন করে যাত্রী যেতে পারবেন৷ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের পক্ষ থেকে পর্যটক এবং দার্জিলিংবাসীর সুবিধার কথা মাথায় রেখে এই পরিষেবা শুরু করা হল৷ বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর সুব্রহ্মণ্যম পি জানিয়েছেন, এই পরিষেবা শুরু করা অত্যন্ত জরুরি ছিল৷ দার্জিলিংয়ের জেলাশাসকের উদ্যোগেই এই নতুন বাস পরিষেবা শুরু হল৷ যাত্রীদের চাহিদা বুঝে আগামীদিনে বাসের সংখ্য়া আরও বাড়ানো হতে পারে৷

এবার সরাসরি বাগডোগরা বিমানবন্দর থেকে এসি বাসে পৌঁছানো যাবে শৈলশহর দার্জিলিংয়ে

শৈলশহরের টানে

শৈলশহর দার্জিলিং, যাকে আমরা কুইন অফ দ্য় হিলস বলে জানি। তার প্রেমে পড়েনি এমন বাঙালি এই দুনিয়ায় নেই বললেই চলে। বিশ্ব ভ্রমণ করলেও,বাঙালিদের কাছে দার্জিলিং কিন্তু কখনোই পুরনো হয়না। পাহাড়ের টানে বারে বারে আমরা ছুটে আসি এই জায়গায়। একসময় ব্রিটিশদের সামার রিসর্ট বলে খ্য়াত এই শহরে টয়ট্রেন আজও পর্যটকদের কাছে তার গুরুত্ব বজায় রেখেছে। ব্রিটিশ শাসনকালের এই ঐতিহ্য়ে আনা হয়েছে আমূল পরিবর্তন। ফলে শৈল শহরের গুরুত্ব আরও বেড়েছে দেশি বিদেশি পর্যটকদের কাছে।

প্রকৃতির ছোঁয়া পেতে বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক দার্জিলিংয়ে ছুটে আসেন। শহরের আবহাওয়া একটু ব্যতিক্রম। দার্জিলিং শহরের টাইগার হিল থেকে খুব কাছে কাঞ্চনজঙ্ঘা চোখে পড়ে। কাঞ্চনজঙ্ঘা মন কাড়ে পর্যটকদের। এছাড়াও আছে পৃথিবী বিখ্যাত দার্জিলিংয়ের চা,এই চা 'দ্য ফাইনেস্ট দার্জিলিং টি’নামেই যার পরিচিতি। দার্জিলিংয়ের অন্য়তম আরও একটি দর্শণীয় স্থান হল পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্য়াল পার্ক। সব মিলিয়ে দার্জিলিং পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান।


এসি বাস পরিষেবা

এতো দিন দেশ-বিদেশ থেকে আসা পর্যটকদের বাগডোগরা বিমানবন্দরে নেমে বেসরকারি গাড়ির উপরেই ভরসা করতে হত৷ এর ফলে গাড়ি খুঁজতে গিয়ে হয়রানি যেমন হত, তেমনই চালকদের একাংশ সুযোগ বুঝে পর্যটকদের থেকে অতিরিক্ত ভাড়া দাবি করতেন, বলে অভিযোগ রয়েছে৷
বিশেষত পর্যটনের মরশুমে পর্যটক হয়রানির অভিযোগ দ্বিগুন বাড়ত৷

জানা গিয়েছে, প্রতিদিন দুপুর দুটো এবং বিকেল চারটের সময় বিমানবন্দর থেকে বাস ছাড়বে৷ রোহিনী হয়ে বাস দু'টি দার্জিলিং পৌঁছবে৷ দার্জিলিংপর্যন্ত মাথাপিছু সাড়ে চারশো টাকা করে ভাড়া পড়বে৷ ফলে অনেকটা সস্তাতেই বিমানবন্দর থেকে দার্জিলিং পৌঁছতে পারবেন যাত্রীরা৷
বাগডোগরা বিমানবন্দরে নির্দিষ্ট কাউন্টার থেকেই বাসের টিকিট বিক্রি করা হবে৷

দার্জিলিং থেকে ফেরার পথে বৃষ্টি ভেজা জামুনি, মনে করিয়ে দেবে 'বরফি' ছবির কথাদার্জিলিং থেকে ফেরার পথে বৃষ্টি ভেজা জামুনি, মনে করিয়ে দেবে 'বরফি' ছবির কথা

English summary
darjeeling can be reached by ac bus from bagdogra airport
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X